অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।
১৯৫০ সালের গোড়ার দিক। ফরাসি প্রত্নতাত্ত্বিকরা সিরিয়ায় খনন করার সময়ে কিছু কাদামাটির তৈরি ট্যাবলেট খুঁজে পান। পরবর্তীতে, যুক্তরাষ্ট্রের বার্কলে শহরের লুই মিউজিয়ামের তত্ত্বাবধায়ক অধ্যাপক অ্যান ড্রাফকর্ন কিলমার এবং তাঁর দল ১৫ বছর গবেষণা করে ট্যাবলেটগুলোর পাঠোদ্ধার করতে সক্ষম হোন।
তাঁরা অবাক হয়ে বুঝতে পারেন, ৩৪০০ বছরের পুরনো সেই ট্যাবলেটগুলোর উপরে খোদাই করা অক্ষরগুলো একটি গানের স্বরলিপি (নোটেশন)। তবে, দুঃখের বিষয়, ২৯টি'র মধ্যে মাত্র একটি ট্যাবলেট বহাল অবস্থায় পাওয়া যায় যা থেকে লেভি নামক একজন গায়ক গানটি বাজাতে সক্ষম হোন।
সুপার এক্সক্লুসিভঃ খালেদা জিয়াকে স্লো পয়জনিং করে মেরে ফেলেন শেখ হাসিনা – কতটুকু সত্য? খালেদা জিয়া যে মদ্যপায়ী ছিলেন এবং মদ্যপানের মাধ্যমে বিভিন্ন রোগের সৃষ্টি ও... ...বাকিটুকু পড়ুন
ক্ষোভের দাবানলে পুড়ছে খোমেনির তখত-তাউস। ============================= ইরান আজ আর শুধু বিক্ষোভের দেশ নয় ইরান এখন একটি ক্ষুব্ধ জাতির নাম। খামেনির নেতৃত্বাধীন মোল্লাতান্ত্রিক জঙ্গি শাসনের বিরুদ্ধে যে গণজাগরণ শুরু হয়েছে, তা কোনো হঠাৎ... ...বাকিটুকু পড়ুন
ইসলাম বুঝতে আপনি কার আদর্শ বেশি অনুসরণ করবেন - নবীজির বংশধর নাকি তাঁদের বাইরের কারো? নবীজির কথা যারা ভুলে গিয়েছেন এবং আমাদের ভুলে যেতে অযাচিতভাবে চেষ্টা করে যাচ্ছেন, তারাই দিনের... ...বাকিটুকু পড়ুন
“আসলে উনি কে…?” এই শিরোনামের একটি লেখা দিয়েই আমার লেখালেখির শুরু। সামুতে। এটার পর, আমি এই গল্পের কয়েকটা পর্ব লিখেছিলাম। মোট তিনটি । শেষ পর্বটির নাম ছিল—“পশ্চিম পাড়ার পথে”।