
পৃথিবীতে এমন কোন জাতি নেই, যাদের কাছে খোদা পথপ্রদর্শক বা সতর্ককারী পাঠাননি। একবার চার ভিন্ন দেশের চারজন দরিদ্র শ্রমিক এক সাথে ভ্রমণ করছিলো। যেতে যেতে তারা এমন এক জায়গায় পৌছালো যেখানে খুব ঠাণ্ডা হাওয়া বইছে। তখন রাত হয়েছে। তারা সেই জায়গায় বিশ্রাম নিতে থামলো।
যে জায়গায় তারা থেমেছিলো, সে জায়গায় একটি অগ্নিকুণ্ড জ্বালানো ছিলো। সেই শ্রমিক চারজন অন্যান্য মানুষদের সাথে সাথে সেখানে আগুন পোহাতে লাগলো। যদিও সেই আগুন শীতের রাতের কনকনে হাওয়ার কাছ থেকে তাদের রক্ষা করতে পারছিলো না। এদিকে, বেশ ক্ষিধেও পেয়েছিলো তাদের। কিন্তু নিজেদের কাছে কোন টাকা না থাকায় কিছু কিনে খেতে পারছিলো না।
এক পর্যায়ে, এক ধনী ব্যাক্তি দয়া-পরবশ হয়ে তাদেরকে কিছু টাকা দিলো যাতে তারা কিছু কিনে খেতে পারে। ঐদিকে হয়েছে কি, এই শ্রমিকগুলো একে অপরের ভাষা জানতো না। এখন এই টাকা নিয়ে কি করা যায় তা তারা বাকিদের জানাবে কি করে!
তাদের মধ্যে যে পারস্য দেশ থেকে এসেছিল, সে ফার্সীতে বলে উঠলো- ''এসো, আমরা এই টাকা দিয়ে আঙ্গুর কিনে খাই।''
ফারসি না বুঝে আরব শ্রমিকটি বলে উঠলো- ''কী আবোল-তাবোল বকছে লোকটা! আমি ওসব কিনতে চাই না। আমি আঙ্গুর কিনতে চাই।''
তাদের মাঝে যে তুর্কি, সে বিরক্তির স্বরে বললো- ''না, বন্ধুরা! তোমরা যে পরামর্শ দিচ্ছো তা আমার মোটেই পছন্দ হচ্ছে না। আমি আঙ্গুর পছন্দ করি।''
এবারে ভারতীয় শ্রমিক রেগে গেলো। সে বললো- ''ভাইসকল, হুদাহুদি তর্ক করো না। আমার মনে হয় আঙ্গুর কিনলেই সবচেয়ে ভালো হবে।''
এক পর্যায়ে, তাদের মাঝের ঝগড়া যখন চরমে উঠলো, একজন বুদ্ধিমান মানুষ তাদের কাছে এলেন। তিনি ফার্সী, আরবি, তুর্কি আর হিন্দি, চারটি ভাষাই জানতেন। সেই লোকটি শ্রমিকদের কাছে এসে যখন বুঝতে পারলেন যে তারা একই জিনিস চায়, তিনি তাদের মাঝের বিবাদ মিটিয়ে দিলেন।
====
এই গল্পটি রুমী'র লেখা। আমি আমার মতো করে বলেছি।
====================================
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



