
রাশিয়া ইউক্রেন আক্রমণ করেছে। এই আক্রমণে শান্তিকামী মানুষদের পাওয়ার কিছুই নেই। শুনলে চমকে যাবে অনেকেই, ২০১৪ সালের ১৭ জুলাই মালয়েশিয়ার যে যাত্রীবাহী MH17 উড়োজাহাজকে মিসাইল মেরে ধ্বংস করে দেওয়া হয়েছিলো, তার জন্যে রাশিয়ার সমর্থিত ইউক্রেনের বিদ্রোহীরাই দায়ী। এমনই, দাবী করেছেন হল্যান্ডের তদন্তকারী দল।
মালয়েশিয়ার যে বোয়িং ৭৭৭ বিমানটিতে যে মিসাইল ছোড়া হয়, তা ছিলো রাশিয়ার তৈরী। এই হামলায় ২৯৮-জন নিরপরাধ মানুষ মারা যান। পরবর্তীতে, ২০১৯ সালে, হল্যান্ডের তদন্তকারীরা তিন জন রাশিয়ান এবং ১-জন ইউক্রেনিয়ানকে এই হামলার জন্যে দায়ী করেন।
এই নিয়ে ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস-এ মামলা চলছে।
বাংলাদেশের বর্তমান উন্নয়নের অংশীদার রাশিয়া। রুপপুর পারমানবিক এলাকা এখন একটি মিনি রাশিয়া। তবু, শান্তিকামী মানুষদের জন্যে রাশিয়ার এই হামলায় আশ্বাস পাওয়ার মতো কিছুই নেই।
সূত্রঃ
১) MH17 Ukraine plane crash: What we know, বিবিসি
২) Nearly 6 Years After MH17 Was Shot Down, Dutch Prosecutors Say They Will Sue Russia, এন,পি,আর
৩) Malaysia Airlines Flight 17, উইকিপিডিয়া
৪) Flight MH17 crashed six years ago. ওয়াশিংটন পোস্ট
৫) Multiple sightings of missile launcher before MH17 shot down, court told, দ্যা গার্ডিয়ান
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



