
চাকরী খুঁজতে কৌশল জানতে হয়। কারণ, এটা একটি আর্ট। সেই আর্ট সবাই জানেন না বলেই আমাদের দেশে বেকারদের সংখ্যা প্রায় ২৭ লক্ষ। আমিও বেশ কিছু দিন বেকার ছিলাম। জীবনের ৩-৪ বছর বেকারত্বের অন্ধকার আমাকে গ্রাস করেছিলো। সেই অন্ধকারে হাতড়াতে হাতড়াতেই একদিন শিখে গেলাম কিভাবে চাকরী খুঁজতে হয়, কিভাবে চাকরী'র ইন্টার্ভিউয়ের জন্যে কল পেতে হয়। এরপরে থেকে আমাকে আর পিছু ফিরে তাকাতে হয়নি। আমি চাকরীর পিছনে ছোটার বদলে চাকরীই আমার পিছু ধাওয়া করেছে।
.
এই বইতে এমন কিছু কৌশল বর্ণনা করা হয়েছে যা প্রয়োগ করলে, চাকরীই আপনাকে খুঁজে বের করবে। আসুন, সেই ব্যবহারিক জ্ঞানগুলো নিজের জীবনে কাজে লাগাই।
.
প্রকাশনীঃ উত্তরণ
স্টল নংঃ ৪১৯-৪২০
মলাট মূল্যঃ ২০০ টাকা
আমার লেখা প্রথম বইটি আগামী ৫ মার্চ থেকে বইমেলাতে পাওয়া যাবে। সামু'র ব্লগার পরিচয় দিলে ৪০% ডিসকাউন্ট।
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০২২ রাত ৯:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



