
আমাদের বাসাগুলোর কাজের মানুষদের কি অবস্থা? আমরা যখন খাটে শুয়ে রাত কাঁটাই, শক্ত মাটিতে তখন তাদের অবস্থান। আমরা যখন মুরগীর রান আর বুকের মাংস পেটে চালান দেই, তখন হাড়ির সবচেয়ে শুকনো হাড্ডিটা ভাগ্যে জুটে বাসার কাজের লোকদের। অথচ, আমরা যারা মুসলিম বলে পরিচয় দেই, তাদের পবিত্র কালাম কোরআন শরীফে একজন কাজের লোককে নবীর সম্মান দেওয়া হয়েছে।
হযরত ইউশা ইবনে নুন (আ)-এর কথাই বলছিলাম। তিনি ছিলেন হযরত মুসা (আ)-এর কাজের লোক। মুসা নবী যখন হযরত খিযির (আ)-এর সাথে দেখা করতে যান, তখন তাঁর সাথে ছিলেন একজন পরিচর্যাকারী বা খাদিম, অন্য অর্থে ভৃত্য। এই খাদিম ব্যক্তিটিই ছিলেন ইউশা- যাকে ইসলামে নবী'র সম্মান দেওয়া হয়েছে।
হযরত মুসা'র পরে ইউশা ইবনে নুনই বনী ইসরাইলীদের রাজা হোন। তিনি ইসরাইলী গোত্রকে নেতৃত্ব দিয়ে পবিত্র বায়তুল মুকাদ্দাস জয় করেন। হযরত ইউশা'র কাছেই ছিলো মুসা নবী'র কাপড় এবং ট্যাবলেট।
আজ আমরা বাড়ির ভৃত্যদের সাথে কি সব ব্যবহার করি। অথচ, কোরআন আমাদের অন্য কিছু শিক্ষা দেয় যা আমরা ভুলে গিয়েছি।
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০২২ রাত ১০:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



