
বর্ণিল এই জীবনে মাঝে মাঝে এমন একটি দিন আসে যে একটা চুমু পাওয়ার জন্যে কিংবা একটা আত্মার ছোঁয়া পাওয়ার তাগিদে পুরো জীবনটা দিয়ে দিতে পারি! সমুদ্রের পানি ঝিনুককে তার অমূল্য রত্ন কি বের করে দিতে বলবে না! লিলি ফুলটার দিকে তাকিয়েই দেখো না! কিছু বন্য প্রিয়েকে কাছে পাওয়ার জন্যে তার সে কি আকুতি!
রাত্রিবেলা, আমি দরজা বন্ধ করে জানালা খুলে চাঁদকে বলি- ''এসো হে প্রিয়, তোমার মুখটা আমার গালে চেপে ধরো! তোমার সুগন্ধি ভরা মুখ থেকে আমাকে নিঃশ্বাস নিতে দাও!''
যবে থেকে বুঝেছি যে চাঁদ জানালা দিয়েই ঘরে প্রবেশ করে, দরজা দিয়ে নয়, সেদিন থেকে আমি শব্দের দরজা বন্ধ করে ভালোবাসার জানালাগুলো খুলে দিয়েছি।
হে বন্ধু, একত্বতার অন্তহীন পথে নিজেকে আমার সাথে জড়িয়ে রাখো। বিচ্ছিন্ন হয়ে ঘুমের অতল গহ্বরে নিজের স্বত্বাকে ঠেলে দিয়ো না। 'আমরা সদা জেগে থাকবো'- এই শর্তই কি আমাদের বন্ধুত্বের ভিত্তি নয়!
======
রুমী'র লেখা অথবা হাফিজের কবিতা হতে
==========================
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



