
রেসলিং-এর রিঙ্গে ট্রিপল এইচের নামে পরিচিত হলেও তার আসল নাম পল মাইকেল লেভেস্কে। তিনি তার কুস্তি লড়াইগুলো শেষ করেন বিশেষ এক ধরণের মুভ দিয়ে যা 'পিডিগ্রি' নামে সুপরিচিত। ১৯৬৯ সালে জন্ম নেওয়া এই রেসলার তার পুরো ক্যারিয়ার জুড়ে মোট ২৫-টি চ্যাম্পিয়নশিপ শিরোপা অর্জন করেছেন যার মধ্যে ৯-টি 'WWF/WWE চ্যাম্পিয়নশিপ', ৫-টি 'WWE ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ' এবং ২-টি 'রয়্যাল রাম্বল' রয়েছে।
এখানে একটি মজার তথ্য হচ্ছে- Hunter Hearst Helmsley, পল মাইকেলের এক সময়ের নাম ছিলো। এই নাম থেকেই পরবর্তীতে তিনি HHH নামটি গ্রহণ করেন।
আজ ট্রিপল এইচে'র জন্মদিনে তার কাছে শত সহস্র শুভেচ্ছা পৌঁছে যাক।
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০২২ রাত ৮:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




