
আজ বাংলাদেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইন্সটিটিউট অব বিজনেস এডমিনিস্টেশনের অধ্যাপক ডঃ সৈয়দ ফারহাত আনোয়ারের জন্মদিন। এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় এক চোখে আঘাতপ্রাপ্ত হয়েও মনে জোরে তিনি আজ বাংলাদেশের গর্ব। ব্যবসায়িক পৃথিবীতে তাঁকে 'বাংলাদেশের ফিলিপ কোটলার' নামে ডাকা হোয়।
বায়োক্যামিস্ট্রীর ছাত্র হয়েও স্রেফ বন্ধুদের পাল্লায় পরে IBA-তে ১৯৮২ সালে পরীক্ষা দিয়েছিলেন। একজন বিজ্ঞানের ছাত্র হয়ে ব্যবসায়িক পৃথিবীতে নাম লেখানো সেই সময়ে অনেক বড় চ্যালেঞ্জিং সিদ্ধান্ত ছিলো। IBA-তে চান্স পাওয়ার সময়ের কথা মনে করতে গিয়ে তিনি একবার বলেছিলেন- ''আমি ভাগ্যবান ছিলাম. প্রতিভা প্রায় সবসময় ওভাররেটেড!''
আই,বি,এ থেকে পাস করার পরে তিনি ব্র্যাকে ডেভেলপমেন্ট ইকোনোমিস্ট হিসেবে জয়েন করে। সেখানে থাকাকালীন তিনি আড়ং-এর বিদেশী চ্যানেল লিংক আপের কাজে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এরপরে, ১৯৮৭ সালে, IBA-তে শিক্ষকতার সুযোগ পেয়ে সেখানে জয়েন করেন।
এই প্রতিষ্ঠানের বাইরে তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটি, নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটি, পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটি, জনস হপকিন্স ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ নিউ ব্রান্সউইক, নিউইয়র্ক ইউনিভার্সিটি, এআইটি - আইআইএম ব্যাঙ্গালোর, আইআইএম আহমেদাবাদ, লাহোর ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্ট সায়েন্স, শ্রীলঙ্কান ইনস্টিটিউট অফ মার্কেটিং ইত্যাদিতে ভিজিটিং প্রফেসর হিসেবে শিক্ষকতা করেছেন। এছাড়া কোটলার সেন্টার ফর মার্কেটিং এক্সিলেন্স, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
আজ তাঁর জন্মদিন। এই শুভ জন্মদিনে তাঁকে শত-সহস্র শুভেচ্ছা।
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০২২ বিকাল ৩:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




