
এই ছবিটি তোলা হয়েছিলো ১৯১৯ সালে। সেই সময়ের নামকরা চিত্রগ্রাহক ফ্রেড হার্টসুকের তোলা এই ছবিটি হেনরী ফোর্ডের যাকে 'গাড়ির রাজ্যের রাজা' বলে আমি ডেকে থাকি। রাজা-ই তো! যে সময়ে মোটর গাড়িগুলো ছিলো বেশির ভাগ মিডল ক্লাস পরিবারগুলোর সাধ্যের বাইরে, সেই সময়ে হেনরী ফোর্ড এমন গাড়ি বানাতে শুরু করেন যা সেইসব পরিবারগুলো'র আয়ত্বে চলে আসে!
১৮৬৩ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের মিশিগানের গ্রিনফিল্ড টাউনশিপে এক কৃষক পরিবারে জন্ম নেন হেনরী ফোর্ড। হয়তো বাবা'র অনুসরণ করলে তিনি একজন কৃষকই হতেন, কিন্তু, তিনি নিজেকে একজন ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে তুলেন। এক পর্যায়ে, তিনি সর্বকালের সেরা উদ্ভাবকদের একজন টমাস এডিসনের সাথে পরিচিত হোন। এডিসন ফোর্ডের গবেষণামূলক এক্সপেরিমেন্টগুলোকে খুব উৎসাহ দিতেন।
হেনরী ফোর্ড কনজ্যুমারিজম (consumerism)-কে বিশ্ব শান্তি আনয়নের হাতিয়ার হিসেবে দেখতেন। চরম যুদ্ধবিরোধী ফোর্ড অনেক সমাজ সেবামূলক কাজ করে গিয়েছেন। এক সময়ের পূর্ব পাকিস্তান জুড়ে মিডল ক্লাস মানুষদের জন্যে 'হায়ার-পারচেজ' ভিত্তিতে বেশ কয়েকটি বিল্ডিং বানাতে ফোর্ড ফাউন্ডেশন অর্থায়ন করে। ঢাকার আসাদগেট নিউ কলোনীর পুরনো বিল্ডিংগুলো এরকমই এক স্থাপনা যা এখন আর নেই। যদিও বাংলাদেশ হওয়ার পরে এই বিল্ডিংগুলোকে আর হায়ার-পারচেজ ভিত্তিতে সেগুলোর বাসিন্দাদের কাছে হস্তান্তর করা হয়নি।
ফোর্ডের উক্তিসমূহ-
১) যে ব্যক্তি শিক্ষা গ্রহণ করা বন্ধ করে দেয় সে বৃদ্ধ, তার বয়স বিশ বছর হোক কি আশি। যে আজীবন শিখে যায়, সে-ই তরুণ।
২) ব্যর্থতা কেবলমাত্র আরও বুদ্ধিমত্তার সাথে আবার শুরু করার সুযোগ।
৩) আমার সেরা বন্ধু হলো সেই যে আমার মধ্যকার সেরাটা বের করে নিয়ে আসতে পারে।
৪) যখন সবকিছু আপনার বিরুদ্ধে যাচ্ছে বলে মনে হচ্ছে, মনে রাখবেন যে উড়োজাহাজ বাতাসের বিপরীতে উড্ডয়ন করে, বাতাসকে সাথে নিয়ে নয়...।
আজ তাঁর জন্মদিন। যেখানেই থাকুন তিনি, ভালো থাকুন।
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০২২ দুপুর ১:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




