
একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর বেবুনের দল যখন সেই ক্ষেতে ভুট্টা খেতে আসতো, তখন একটা মানুষ 'হা, হা' করে তাদের পিছু ধাওয়া করে ক্ষেত থেকে তাড়িয়ে দিতো। সেজন্যে, বাঁদর আর বেবুনরা সেই মানুষের উপর খুব খ্যাপা ছিলো। একদিন খবর আসলো, সেই বুড়ো মানুষটি মারা গিয়েছে। এই খবর শুনে সেই বাঁদর আর বেবুনের দল খুব খুশি হলো। তারা এক হয়ে আনন্দ করতে লাগলো।
পরের বছর, যখন ভুট্টা ফলনের সময় আসলো, তখন তারা জানতে পারলো, সেই মারা যাওয়া বুড়ো মানুষটি ছিলো ঐ ক্ষেতের একমাত্র কৃষক!
আমাদের সবার জীবনেই এরকম অনেক সময় গিয়েছে, যখন মনে হয়েছে- এই ব্যাটা আমাদের শত্রু! খালি আমাদের পিছু টানে। অথচ, সেই লোকটাই ছিলো আমাদের জীবনের আঁধার রাতের বাতি! ইস, সময় থাকতে যদি বুঝতে পারতাম!
শত্রুর সাথে বসবাস করা আমাদের শিখতে হবে। কারণ, সব শত্রুই আমাদের শত্রু নয়। তাঁদের কিছু আছেন যারা আপনার জীবনের ভিত্তির মতো। তাঁদের পাঠানো হয়, আপনার কাদা'র মতো নরম কাঠামো থেকে একটি আকৃতি বের করে আনার জন্যে।
এমন মানুষদের চিনতে শিখুন।

সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




