
অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু ভাগ্য এবং মেধা'র উপর নির্ভর করে কোন কাজে এগিয়ে গেলে সাফল্য আসে না। চেষ্টার প্রয়োজন।''
.
আমাকে তারা উত্তর দেন- ''চেষ্টা তো করিই। তারপরেও, সাফল্য আসে না কেন?!!''
.
আমি হেসে বলি- ''আপনি তো এখন চেষ্টা করছেন না। রণে ভঙ্গ দিয়েছেন বলেই অভিযোগ করছেন।''
.
চেষ্টাটা হতে হবে শেষ পর্যন্ত। সেই চেষ্টা করে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না সাফল্যের দেখা পাওয়া যায়
হ্যারি পটার গল্পের লেখিকা জে, কে, রোলিং-এর নাম অনেকেই শুনেছেন। কিন্তু, এটা কি শুনেছেন যে তাঁকে এক সময়ে শুধু সরকারী ভাতা দিয়ে জীবন চালাতে হতো? নিজের সন্তানের জন্যে খাবার কেনার পয়সা জোগাড় করাই সেই সময়ে কষ্টকর হয়ে উঠে। লেখার জন্যে তাঁর ছিলো না কোন কম্পিউটার। নিজের লেখা ৯০,০০০ শব্দের গল্প কাউকে দিয়ে টাইপ করানোর টাকাও তাঁর কাছে ছিলো না। নিজের হাতে তিনি হ্যারি পটার গল্পের ম্যানুস্ক্রিপ্ট লিখেছিলেন। তাও ফিরিয়ে দিয়েছিলো প্রকাশনা সংস্থা। বার বার সেই লেখাকে নিজ হাতে এডিট করতে হয়েছে তাঁকে।
আর, আজ? তিনি কোটি কোটি টাকার মালিক!
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০২২ বিকাল ৪:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




