
আমার স্ত্রীকে সাজুগুজু করলে বেশ সুন্দরী দেখায়। একদম ঐশ্বরিয়ার মতো। যদিও আমার বিবিজান খুব কমই সাজ-সজ্জায় মন দেন। তো সেদিন একটি পার্টি উপলক্ষে বেশ সাজুগুজু করেছিলেন তিনি। আমি মুগ্ধ নয়নে তাঁর দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ বলে ফেললাম- ''তোমাকে ভুতনী'র মত সুন্দরী লাগছে!''
ইয়া মাবুদ! এরপরে, তাঁর গোমরা মুখ আর ছলছল চোখ থেকে কয়েক ফোটা পানি বেরিয়ে ঘরের পরিস্থিতিকে গুমোট করে তুললো! আমি অবস্থা বেগতিক দেখে শেষে যা বললাম-
দেখো রাহমিন, আমি যদি বলতাম ''তোমাকে পরীর মত সুন্দরী লাগছে', তাহলে তুমি ঠিকী খুশি হতে, তাই না?
এখন তোমাকে যদি প্রশ্ন করা হয়- ''আচ্ছা, বলুন তো, পরী ইংরেজি কি?''
তুমি চটপট বলে উঠবেন- ''কেন! Angel!''
আসলেই কি উত্তরটা তাই! আমার তা মনে হয় না। কারণ?
জগতের রহস্যময় বিষয়গুলো নিয়ে অনেকেরই মত-বিভেদ আছে। যেমন, অনেকেই জীনের অস্তিত্ব বিশ্বাস করতে চান না। ফেরেশতাদেরও অনেকে অস্বীকার করেন। করুন আর না-ই করুন, ডিকশনারী খুঁজলে 'Angel' শব্দের যে অর্থ পাওয়া যায়, তা হচ্ছে 'ফেরেশতা' বা 'দেবদূত', পরী নয়!
তাহলে? পরী ইংরেজী কি দাঁড়ালো?
এর অর্থ জানতে আমাদের আর একবার ধর্ম ও বাংলা অভিধানের শরণাপন্ন হতে হবে।
আমরা যারা ভূত বা জীন আছে বলে বিশ্বাস করি, তারা জানি যে জীন একটি পুং-বাচক নাম। আর, ভূত বা জীনের স্ত্রীলিঙ্গ হচ্ছে পেত্নী বা পরী। এই পরীর ইংরেজী-ই হচ্ছে- 'Sprite'।
তাহলে, 'মেয়েটি পরীর মত সুন্দরী', এর অর্থ কি দাঁড়ালো? 'The girl is beautiful like a sprite'!
এখানে মজার ব্যাপার হচ্ছে, 'আমরা পরীর মত সুন্দরী' বলে একটি মেয়েকে 'পেত্নী' বা 'ভুতনী'-র সাথে তুলনা করছি!
ওমা! এবারে দেখি রাহমিন ফিক ফিক করে হাসছে!!!
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




