আমার চাইতে বড় ‘আমিত্ব’ নিয়ে, কেউ বেঁচে নেই, আজ যে এথা!

বিখ্যাত ছড়াকার ডঃ সিউসের একটি ছড়ার এই দুইটি লাইন নিয়ে চিন্তা করছিলাম। নিজের ‘আমিত্ব’ কত যে বিশাল একটা ব্যাপার, তা এই ছড়া থেকে বুঝা যায়। আর, সেই আমিত্বকে সত্য বলে বরন করে নেওয়ার সময় আজই!
প্রতিটি ব্যক্তিই স্বতন্ত্র। একজন স্বতন্ত্র স্বত্বা হিসেবে জীবনের একটি বার্তাকে আমাকে গ্রহণ করে নিতে হবে। সেই বার্তাটি হ'ল- আমার মতো পুরো এই মহাবিশ্বে আর কেউ নেই, আমি ইউনিক! আমার ব্যক্তিত্ব এতোটাই অসাধারণ যে, আপনি কখনোই আমার মতো হতে পারবেন না। এই যে আমি লিখছি, এর মাঝে আপনি যে স্বতন্ত্রতা দেখছেন, তা আপনি হাজার চেষ্টা করেও কেড়ে নিতে পারবেন না।
আমি ছোট লেখা লিখতে পছন্দ করি, কমেন্টের কারো প্রশ্নের উত্তর দিতে আমার দেরী হয়, কারো মনে আঘাত দেওয়ার কথা মাথায় আনতে হাজারবার চিন্তা করতে হয়, দুঃস্থদের পাশে দাঁড়াতে আমি পছন্দ করি। এসব নিয়েই তো আমি! আমার এই বিশেষত্ব আমার সৃষ্টিকে মহান করে তুলেছে!
আমার নিজেকে আরও ভালো ভাবে বুঝতে হবে, আমার আমিত্বকে আরও গভীর ভাবে আবিষ্কার করতে হবে। এভাবে চিন্তা করতে পারাটাই মঙ্গল। এর থেকে ‘ভাল’ বা ‘আরও সঠিক’ উপায় আর কোন কিছু নেই। এটি আমাদের উদ্দীপনা, পার্থক্য এবং ব্যক্তিত্বকে আলিঙ্গন করতে এবং ‘আমরা কে’ তা নিয়ে গর্বিত হতে সাহায্য করবে।
সামগ্রিকভাবে, ছড়ার এই দুইটি লাইন নিজেদের প্রতি আত্মবিশ্বাসী হওয়ার এবং অন্যের সাথে নিজেদের তুলনা না করার কথা মনে করিয়ে দেয়৷ আমাদের নিজের প্রতি সত্য হওয়ার চেষ্টা করা উচিত, আমাদের ব্যক্তিত্বকে আলিঙ্গন করে পূর্ণাঙ্গভাবে জীবনযাপন করা উচিত, জেনে রাখা উচিত যে পৃথিবীতে আমাদের মতো আর কেউ নেই।
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ২:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




