
"আলোয় ঝলমল করো তুমি,
জীবনে উছলে পড়ুক আলো।"
১৪ ফেব্রুয়ারি। অর্থাৎ, আজ মধ্যরাত! ঘড়িতে বেজে ১২টা। আমি অপেক্ষায় আছি। মনে সন্দেহের দোলা - আজও কি কোন গিফট অপেক্ষা করছে আমার জন্যে! আমার ধারণাকে সত্য প্রমাণ করে বিরাট একটা কাগজের প্যাকেট নিয়ে ঘরে প্রবেশ করলেন আমার বিবিজান।
ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে হাতে ধরিয়ে দিলেন প্যাকেটটি। উপরে লেখা দুটি লাইন - "আলোয় ঝলমল করো তুমি...."
আমিও আলো ঝলমল করতে করতে প্যাকেট খুলছি। একটার ভিতর আরেকটা প্যাকেট! এরকম অনেকগুলো প্যাকেটের ভিতর একটা এনার্জি বালব! হা, হা, হা!!!
ফেইলিউর ইজ দ্যা পিলার অব সাকসেস! পরে অন্য রুম থেকে আরেকটা উপহার নিয়ে হাজির হলেন আমার প্রিয়তমা! একটা লাল রং-এর ল্যাম্প। ওয়াও!!!
.....ভালোবাসা দিবসে বিবিজান এই গিফট দিয়েছেন! মোড়কে মোড়া গিফটটি কি ছিলো তা আমি প্রথমে বুঝতে পারিনি!!! এটাই ভালোবাসা দিবসের ব্যর্থতা! আমি ফেইল!
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





