
প্রতি মাসেই, ইসরায়েলের উপর মিসাইল হামলা হয়। এতে হতাহতের ঘটনা প্রায়ই ঘটে। পশ্চিমা বিশ্ব ইসরায়েলের এই মার খাবার দৃশ্য কিংবা হতাহতের পরিবারের আহাজারি বেমালুম হজম করে ফেলে। এমনকি, ইসরায়েলের মেইন স্ট্রিম মিডিয়াগুলোও তা বেশি দিন ঝুলিয়ে রাখে না। অথচ, নেট খুললেই, ফিলিস্তিনীদের আহাজারির ছবি-ভিডিও ভর্তি। এমনটা হয় কেন?
চারদিকে হাহাকারে ভরা পরিবেশ মানুষের মনে একটি শূন্যতার সৃষ্টি করে। মনের সেই শূন্য খালি জায়গা পূরণ করতে রাগ, অবসাদ, মন খারাপ রোগ', সবশেষে একটি আতংক চেপে বসে। এমনটাই হয়ে থাকে।
আপনি চিন্তা করে দেখুন- ফিলিস্তনী ভাইবোনদের এমন ছবি আপনার উপর কেমন প্রভাব ফেলছে। অন্যান্য দেশের মানুষদের উপরও এমনটা ঘটে। তাহলে, লাগাতার একই দৃশ্য দেখিয়ে কাদের লাভ হচ্ছে? আপনি হয়তো জানেন না, আপনার অজান্তেি, এক দল মানুষরূপী পশু আপনার উপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করে আপনার ধরাশায়ী অবস্থায় ফায়দা লুটে নিচ্ছে।
এরকম মানুষগুলোর ক্রিড়ানক না হয়ে, এমন ছবি দেখলেই কর্তৃপক্ষকে রিপোর্ট করুন, অথবা স্ক্রল করে অন্য পোস্টে চলে যান। সবচেয়ে ভালো হয়, আপনি যদি ভয়ংকর সেসব ছবি বা ভিডিও দেখার পরে, আপনার প্রিয় কোন ব্যক্তির ছবি বা মনোরম কোন প্রাকৃতিক দৃশ্য দেখার চেষ্টা করেন। এতে করে, আপনার মন থেকে সেই ভয়াবহ ছবিগুলোর ছাপ মুছে যাবে।
দয়া করে শয়তান এবং তার দলকে আপনার উপর প্রভাব বিস্তার করতে দিবেন না!
ছবিকারঃ Sasin Tipchai
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০২৩ রাত ৯:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




