তুমি কি জানো তুমি কত সুন্দর?
তুমি তা জেনে ফেলেছো বলে আমি মনে করি না, ওগো প্রিয়।
যেহেতু তুমি খোদার কথা বলছো প্রতি জনে,
আমি বুনো রঙয়ের সারীগুলোর মাঝে সেসবের মহান প্রদর্শনী দেখি
যা তোমার মন এবং হৃদয় থেকে ঝরে পড়েছে,
বিস্ময়কর এবং গোপন সে বার্তা বহন করে চলেছো যেভাবে
এই পৃথিবীর প্রতিটি কোণে।
পাহাড়ে সাধুদের প্রণাম দেখি
শত শত মাইল দূরে
শব্দের বিস্ময়ে
আলোর মাঝে ভেঙ্গে পড়ে
তোমার অতি সাধারণ শব্দ থেকে।
আমায় তোমার মায়ের কথা বলো,
সাথে তোমার চাচাতো ভাই-বোন আর বন্ধুদের গল্প।
তোমার কাঠবিড়ালি আর পাখির কথা বলো-
তোমার নাইটিঙ্গেলের বাহিনীকে জাগিয়ে তুলেছো কি -
তাদের নীলাকাশে বন্য ও মুক্ত হয়ে উড়তে দিয়ে
তবে খোদার তরে গাইতে শুরু করো গান।
এসো তবে আমরা সবে খোদার তরে গেয়ে যাই গান!
তুমি কি জানো তুমি কত সুন্দর?
তুমি তা জানো বলে আমি মনে করি না, আমার প্রিয়,
তবুও হাফিজ
তোমাকে একটি মঞ্চে বসিয়ে দিয়ে
চিরটাকাল তোমার পূজোয় সঁপিবে নিজেরে!
================ফার্সী কবি হাফিজের একটি কবিতার ভাবানুবাদ======================
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




