
আমরা যে গুগল মামা চালাই। সেই কোম্পানির নেতৃত্বে কে আছেন জানেন কি? সুন্দর পিচাই - একজন ভারতীয়। ২০১৫ সাল থেকে তিনি গুগলকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। সেই সাথে তিনি গুগলের পেরেন্ট কোম্পানি এলফাবেটের চীফ এক্সিকিউটিভ অফিসার। মাক্রোসফটের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা, সত্য নাদেলা, একজন ভারতীয়। এডোব সফটওয়্যার কোম্পানীর সি,ই,ও শান্তনু নারায়ণ একজন ভারতীয়। এসবই ফরচুন-৫০০ কোম্পানি।
আরো জানতে চান? ইন্দ্রা নুয়ী-এর নাম শুনেছেন? পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ১০০ মহিলার মাঝে অন্যতম। ইন্দ্রা পেপসি'র বর্তমান চ্যারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। আরভিন্দ কৃষ্ণা তো কম্পিউটার জায়ান্ট আই,বি,এম-এর চেয়ারম্যান এবং সি,ই,ও হয়ে পুরো পৃথিবীকে চমকে দিয়েছেন। পারাগ আগারওয়াল একসময়ে টুইটারকে নেতৃত্ব দিয়েছেন। অজয় বাঙ্গা মাস্টারকার্ড কোম্পানীর এক্সিকিউটিভ চেয়ারম্যান।
ভারত এখন বিশ্ব পর্যায়ে নেতৃত্বে চলে গিয়েছে, এটা মানতেই হবে যে!!! এতো এতো সব মাস্টার-ব্লাস্টারের জন্ম ভারতে, আর আপনি আছেন কে ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে বাংলাদেশকে 'ইয়ে' করলো, তা নিয়ে!!!
নিজেকে আগে যোগ্য হিসেবে তৈরি করো, হে বাংলাদেশী বাঙ্গালী!!! যোগ্য হয়ে গলা উঁচু করো!! আর, ফুল ফুটাতে আকাশের গর্জন আর বিজলীর চমকের চেয়ে সেখান থেকে পড়া পানির বেশি দরকার, এটা মনে রাখতেই হবে যে!!!
ছবিঃ Dimhou
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৫:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




