ডঃ মুহাম্মদ ইউনুসের সবচেয়ে ভালো গুণ - কোথায় সমস্যা সেটা তিনি ধরতে পারেন। সমস্যা সমাধানের উপায়ও বলে দিতে তাঁর জুরি মেলা ভার! কিন্তু, তাঁর আইডিয়াগুলোকে তো কাজে পরিণত করা দরকার! আর, সেজন্যে প্রয়োজন দক্ষ কর্মী। আমাদের দেশে সেরকম কর্মী কি আছেন? আমাদের দেশের মানুষ দক্ষ শ্রমিক হতে পারলে, বাংলাদেশীরা আরবে ভারতীয়দের মতো দক্ষ শ্রমিকদের বাজার দখলের জন্যে ফাইট দিতেন। অদক্ষ লেবার শ্রেণীর কাজ করতেন না।
আমার আক্ষেপ, ডঃ মুহাম্মদ ইউনুসকে আমরা আরেকটু ইয়াং বয়সে পেলাম না! তিনি দরীদ্রদের পালস বুঝেন। সেই সাথে তাদের অর্থনৈতিক অবস্থার সমাধানে চেষ্টা করে গিয়েছেন। তবে, হয়তো, রাতারাতি পরিবর্তন আনতে পারেন নাই। কিন্তু, একটি ব্যার্থ সিস্টেমকে চ্যালেঞ্জ জানিয়ে নড়িয়ে দিতে পেরেছেন, এটাই তাঁর সফলতা! তিনি আরেকটু কম বয়সে দেশের হাল ধরলে, হয়তো অনেক সমস্যার দেশ বাংলাদেশকে ঠিক করতে একটু বেশি সময় পেতেন। তবে, উনি সমস্যা সমধান করতে পারবেন, যদি খোদা উনাকে আয়ুর দিক থেকে একটু সময় দেন।
বিদেশে থাকলে, উনার আয়ু হয়তো একটু বেশি থাকতো। বিদেশের সিস্টেমেটিক লাইফে এই বয়সে একটু আরাম করতে কার না মন চায়! এজন্যে, আমার অনেক আত্মীয়ই শেষ বয়সে বিদেশে চলে গিয়েছেন। ভালোই আছেন তাঁরা! আমাদের মতো একটি দেশের দায়িত্ব নিয়ে ডঃ মুহাম্মদ ইউনুস সেই সুখ-স্বাচ্ছন্দ্য থেকে কেন দূরে থাকছেন, সেটাই রহস্য!
পরিশেষে, সোনাগাজী ভাইকে ধন্যবাদ জানাতে চাই, তাঁকে নিয়ে চিন্তা করার জন্যে। আমার এই পোস্টের আইডিয়াটা তাঁর শেষ পোস্টের জবাব দিতে গিয়েই লেখা!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



