.
...
.....গত কয়েক দিনে কয়েকটি বড় বড় কনসার্ট দেশে হয়ে গেলো। কনসার্ট থেকে আসা আয় আহতদের জন্যে খরচ হচ্ছে। এটা খুবই ভালো সিদ্ধান্ত। যদিও সচিবালয়ে লাগা আগুন এই ভালো কাজকে ম্লান করে দেওয়ার চেষ্টা আমাকে দুঃখ দিয়েছে।
..........দেশের পরিস্থিতি নিয়ে কয়েক দিন আগে এক বন্ধুর সাথে তুমুল ঝগড়া করেছি। অনেক অনেক দিন পরে কোন বন্ধুর দিকে তর্জনি তাক করে ঝগড়া করেছি। বলেছি, দেশ ছেড়ে চলে যাবো।
...............গত আন্দোলনে যতোটুকু পারি, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলাম। আমি কখনো ভাবিনি ব্যারিস্টার সুমন ভাই এভাবে আমাকে ঠক খাওয়াবেন। খোদার অশেষ দয়া, আওয়ামী ছায়া থেকে বের হতে পেরেছি। এটা আমার এই বছরের সবচেয়ে বড় এচিভমেন্ট।
....................ছাত্রদের উপর ছোঁড়া প্রতিটি গুলির হিসাব এখনো পাওয়া হয় নাই। আমার ট্যাক্সের টাকা দিয়ে কেনা প্রতিটি গুলির হিসাব পাওয়া দরকার। নাহলে, খোদা আমাকে ক্ষমা করবেন না। আমার উকিল বলেছেন, এই প্রসঙ্গে রিট করতে হলে আগে এন,বি,আর,-কে চিঠি লিখতে হবে। তারপরে, অর্থ মন্ত্রণালয়ে। এত্তো ভেজাল!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

