আমি কখনোই আর্টিস্ট বা পেইন্টার ছিলাম না। এই গুণটা আমার ছোটভাইদের দখলে। আমি চেয়ে চেয়ে তাদের পেইন্টিং দেখতাম, আর, মনে মনে শখ জাগতো - ইস, আমি যদি এরকম আঁকতে পারতাম! আমি পেইন্টিং টেইন্টিং পারতাম না ঠিক, কিন্তু, স্কুলের খাতা জুড়ে ছিলো আমার আঁকা ভূত-প্রেতের ছবি! আর, তা দেখে বাবা'র কানমলা খাওয়া! কি যে 'কাগের ঠ্যাং, বগের ঠ্যাং' আঁকতাম, তা আমিই একমাত্র বলতে পারতাম!!!
এখন এই মধ্য বয়সে এসে, আবারো সেই 'কাগের ঠ্যাং, বগের ঠ্যাং' আঁকা শুরু করেছি! অফিসের ফাঁকে 'স্টপ' একটিভিটিতে কি করা যায়? আমি আঁকা শুরু করলাম।
এই ছবির নাম দিয়েছি 'দ্যা ওয়াইজ উইনার'। অরিজিনাল আর্টিস্ট - 'মরসালিন'। আমার হাতে এসে এই রকম হয়েছে!
আমি এই ছবির নাম দিয়েছি 'দ্যা ইনক্রেডিবল গার্ল'। আমার ৮ বছর বয়সী ভাতিজিকে আঁকতে গিয়ে এই অবস্থায় দাঁড়িয়েছে!
আমার আদরের 'দ্যা জেন্টলম্যান'। সে অনেক কাজ পারে! একধারে লেখক, ব্লগার, বিব্জনেস কোচ এবং আইটি উদ্যোক্তা। আর, এখন একজন আর্টিস্ট!

আমার এই আঁকা কত দিন চলে, দেখা যাক!
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৫৬