
আমি সিংহ রাশির জাতক। যদিও, রাশিমালায় আমার একদম বিশ্বাস নেই, কিন্তু সিঙ্ঘ চাচুকে আমি সেই ছোটবেলা থেকে পছন্দ করি। ছোট্ট খুকি সোহানাও খুব পছন্দ করে! এই পছন্দ করা - করি নিয়ে সোহানার সাথে আমার সেই কবে থেকে কম্পিটিশন! আজ যেমন তার সাথে কম্পিটিশন ছিলো কে সিংহ চাঁচুকে সুন্দর করে আঁকতে পারে।
এতে কে প্রথম হলো, তা নিয়েও আঁকার পরে একটা দরবার হওয়ার কথা ছিলো, তবে, খুকির মা ব্যাগ গোছানোয় মন দেওয়ায়, জানা হলো না কে ১ম হলো। এই নিয়ে একটু মনে খানিকটা কষ্ট।
তা দেখে, দূরে নৌকায় বসে থাকা মাঝি কুদ্দুস আর সুয্যি মামা'স সে কি হাঁসি!!!!
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



