
তারার পানে চেয়ে…খুঁজে বেড়াই যাদের!
স্মৃতিতে প্রাঞ্জল, ভুলবো কী করে তাঁদের!
তোমরা কি করে মোরে, গেলে যে ছেড়ে,
রাত্রিতে তা ভাবি, মাথাটা নেড়ে!
গভীর অন্ধকারে একা, ফাগুনের রাতে,
আকাশেতে শুধাই, তাঁদের কোথা নিলে?
তোমরা তবে হাঁসি দিয়ে, বলো উঁকি মেরে,
আমাদের খুঁজে নাও, শত তারার ভিড়ে!
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



