
নিঝুম রাতে ছোট্ট খুকি নিজ বাড়ি হতে বের হয়ে গ্রামের পথ ধরেছে। তাঁর প্রতি বাবা'র নির্দেশ - 'যাওয়ার পথে ছোট ছোট জিনিসের প্রতি সময় দিবে। তারা মাঝে মাঝে অনেক বেশি গুরুত্ব বহন করে।"
তাই, চলতে চলতে বাবা'র কথা মনে পড়ে যাওয়ায়, খুকি নিজেকে বলে, "প্রকৃতি কি দারুণ, তাই না! কিন্তু, আমরা এই প্রকৃতিরই অংশ যেমন ঐ গাছটা কিংবা আকাশে উড়ে চলা পাখিগুলো, অথবা চঞ্চলা হরিণ আর কুট্টুস বিড়ালখানা!"
তার কথা শুনে হাঁসিতে ফেটে পড়ে ছোট্টু ইঁদুর বলে উঠে - "তুমি কি আমার কথা ভুলে গেলে!!!"
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



