নাম ছিল তাঁর রাজা ফুনফুন। রাজ্য—ফুনফুনিয়া। ছোট্ট, সুন্দর এক রাজ্য, যেখানে আকাশটা নীল আর মেঘগুলো মিষ্টি তুলোর মতো। কিন্তু একটা নিয়ম ছিল কড়াকড়ি—"অন্যায় করলে, পিঠে পড়বে চাবুক!"
রাজা ফুনফুন খুবই ব্যতিক্রমী রাজা ছিলেন। তিনি রাজপ্রাসাদে বসে শুধু হুকুম-ফরমান করতেন না—নিজে ঘোড়ায় চড়ে রাজ্যের অলিগলি ঘুরে বেড়াতেন। তার ঘোড়ার নাম ছিল টগবগি, আর হাতে থাকত একখানা ঝকঝকে রুপার চাবুক।
ঘোড়ায় চড়ে রাজা ফুনফুন,
চোখে তাঁর থাকে রোদচশমা ধুন।
চাবুক হাতে দেন তিনি হাঁক,
"অন্যায় করলেই পড়বে ঠাক!"
ঠকবে না কেউ, ভুলবে না নিয়ম,
সত্য আর ন্যায়ে রাজ্যে বুনন।
ফুনফুনিয়ার নাম যে ভারী,
ভয়ে কাঁপে সব চোর-চামারী!
একদিন সকালে রাজা ফুনফুন ঘোড়ায় চড়ে শহরের দিকে যাচ্ছেন, হঠাৎ এক দোকানি এক বুড়োকে ঠকিয়ে কম ওজনের চাল দিয়ে দিল।
রাজা ফুনফুন চুপিচুপি সব দেখলেন। তারপর টগবগিতে চড়ে এসে বললেন,
— "এই যে ভাই, চালে চুরি? রাজার দেশে অন্যায় চলবে না!"
বলেই রাজা ফুনফুন হালকা করে এক চাবুক লাগালেন দোকানির পিঠে।
দোকানি কাঁদতে কাঁদতে বলল,
— "ক্ষমা করুন রাজামশাই, আর কখনো ঠকাবো না!"
রাজা হেসে বললেন,
— "ভালো হয়ে যাও, নইলে চাবুক আছে আমার সাথেই!"
সেই থেকে রাজ্যে কেউ অন্যায় করলে বলে,
— "চাবুক আসছে, সাবধান! রাজা ফুনফুন কিন্তু সব দেখেন!"
তখন থেকেই ফুনফুনিয়াতে কেউ ঠকায় না, মিথ্যে বলে না, কারণ সবার মনে একটা ভয়—রাজা ফুনফুন আর তার চাবুক!
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০২৫ সকাল ১১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



