
কার্নেগী তরুণ বয়সে স্কটল্যান্ড থেকে আমেরিকায় চলে যান। সেখানেই শুরু করেন ছোটখাটো কাজ। তা করতেই করতেই এক সময় তিনি আমেরিকার সবচেয়ে বড় ইস্পাত কারখানা'র মালিক হোন। তারপরেও তিনি থেমে থাকেননি। কঠোর অধ্যবসায়ের জোরে একসময় এমন অবস্থায় পৌঁছে যান যে তাঁর অধীনে ৪৩ জন কোটিপতি কাজ শুরু করেন। আমি যে সময়ের কথা বলছি, সে সময়ে আমেরিকায় নগণ্য সংখ্যক কোটিপতি ছিলো।
একবার একজন মানুষ তাকে জিজ্ঞাসা করলো, কিভাবে এতোজন মানুষ তাঁর সাথে কাজ করে এতো টাকার মালিক বনে গেলো? উত্তরে তিনি কি বললেন জানেন? তিনি বললেন- ''লোকেদের কাছে পয়সা আসা মানে মাটি খুঁড়ে সোনা বের করার মত।''
মাত্র কয়েক তোলা স্বর্ণের জন্য মানুষ কয়েক টন মাটি খনন করে। কিন্তু, তাদের দৃষ্টি সোনার দিকে থাকে বলে সেই কয়েক টন মাটি তোলার কষ্ট তাদের কাছে কোন কিছুই মনে হয় না। নির্বিবাদে তারা সে কষ্ট মেনে নেয়।
আপনার জীবনের লক্ষ্য কি শুধুই মাটি খোঁড়া, নাকি তা খুঁড়ে স্বর্ণের কাছে পৌঁছানো? এখানে মনে করা জরুরী যে, অধিকাংশ মানুষই তা-ই পায় যার খোঁজ তারা করে।
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০২৫ রাত ৯:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



