হে ধর্মেশ্বর,
আমরাই আমাদের বিপদ ডেকে আনি। অপরাধ করি নিজের ইচ্ছা মতো। তারপরে, দোষ চাপাই খোদার উপরে। কোন ব্যক্তিকেই আমার বাবা-মায়ের ছেলে-মেয়েকে উঠিয়ে বা কিডন্যাপ করে নিয়ে মায়ের বুক খালি করার নির্দেশ খোদা দেন নাই। যদি দিয়ে থাকেন বলে মনে করেন, তাহলে, আপনি যে খোদাকে চিনেন, আমি সেই খোদাকে চিনি না। অন্তত, আপনার জানা-শোনা খোদা আর আমার খোদা এক নন।
আপনার প্রশ্নগুলো করা উচিৎ ছিলো মারা যাওয়া ঐ শিশুদের বাপ-মা বা আত্মীয়দের যারা বন্দুকের নলের মুখে 'স্বর্গ' দেখে, খোদার নামে। অযাচিত ভাবে যারা সামরিক যানের দিকে 'ইট' ছুঁড়ে ধর্ম 'রক্ষা' করতে চায়, সেই বন্ধু-বান্ধবদের জিজ্ঞাসা করুন। অথচ, খোদা তাদের তা দেখতে বা করতে বলেন নাই বলেই জানি।
আত্মহত্যা এবং জীব 'হত্যা' আমার খোদার ধর্মে নিষিদ্ধ। আপনার খোদার ধর্মে এগুলো নিষিদ্ধ কিনা জানার আগ্রহ থাকলো, হে ধর্মেশ্বর!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


