ব্লগার জাদিদের সাম্প্রতিক পোস্টে কিছু ভুল তথ্য ছিলো। আমি সেই দিকে যেতে চাচ্ছি না। কারণ, সেটা তার ব্যক্তিগত মতামত। কিন্তু, অবাক করা বিষয় হচ্ছে, জাদিদ সাহেব ব্লগার ওমর খাইয়ামের কয়েকটি মন্তব্য 'মুছে' দিলেও, ব্লগার আরইউ-এর আমাকে করা ব্যক্তি আক্রমণ মূলক মন্তব্য মুছেন নাই। জাদিদের মতো পরিণত মানুষ এটা কি করলেন!!!
আমি ব্লগার জাদিদকে জানি অনেক দিন ধরেই। উনি আমার বাসাতেও এসেছিলেন। আমাকে দেখেছেন। আমি তাই সরাসরি জানতে চাই, উনি ব্লগার আরইউকে এন্টারটেইন করলেন কেন?
আমি রাগ হয়ে ব্লগার আরইউ-কে সেই পোস্টে গালাগাল করেছি, এটা আমার করা উচিৎ হয় নাই। কিন্তু, জাদিদের আচরণে আমি কষ্ট পেয়েছি।
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



