
জানি, তোমরা ফিরবে না।
আমিও একদিন ঠিক তোমাদের সাথে ওপারে মিলবো -
কিছুটা কালের তরে!
'কি চেয়েছি', 'আর কি পেয়েছ' এই প্রশ্নগুলো ভুলে -
অশ্রু সজল চোখে, সুখের কিছু পরশ বুলিয়ে, শুধাবে কি-
''কি দিয়েছো আমাদের তরে?"
তখন তব দু'তালুতে, শরমিন্দায় মাথানত লিলুয়া বাতাসে -
মুখটি লুকিয়ে বলবো -
ক্ষমা করো, ক্ষমা করো, অপেক্ষারত আমায় -
যবে থেকে ফিরবে না বলেই সংকল্প করলে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


