
আমরা স্বাধীনতা বিরোধীদের অস্বীকার করতে পারি, কিন্তু, তাই বলে ইসলামী হুকুমত কায়েমের দায়িত্ব থেকে সরে যেতে পারি না। কারণ, মানুষের উপর মহান সৃষ্টিকর্তা থেকে এটা একটি দায়িত্ব। জোটবদ্ধ ভাবে এই দায়িত্ব পালনের নির্দেশ পবিত্র কোরআনে ইঙ্গিত করা হয়েছে।
হ্যাঁ, অন্যান্য অনেক দলের মতো এক সময়ে ইসলামী দলগুলোতেও স্বাধীনতা বিরোধীরা স্থান করে নিয়েছিলো। কিন্তু, সেই অতীতের কারণে আপনারা ইসলামকে অস্বীকার করতে পারেন না। স্বাধীনতা বিরোধী কেউ যদি এখনো ঘাপটি মেরে থেকে থাকে, তাদের চিহ্নিত করা প্রয়োজন। তাদের ত্যাগ করা প্রয়োজন। তারা অতীতেও যেমন ঝোপ মেরে কোপ মেরেছে, ভবিষ্যতেও মারবে। শয়তান কেয়ামত তক থেকে যাবে।
কিন্তু, এদের সংখ্যা তো অতি নগণ্য হওয়ার কথা! এই নগণ্য কয়েকজনের জন্যে আপনি মহান সৃষ্টিকর্তার নির্দেশ অমান্য করছেন!!! আর, দুষ্টের দমন, শিষ্টের পালন তো একমাত্র দায়িত্ববানরাই করতে পারেন! সেই দায়িত্ববানদের এগিয়ে আসার সুযোগ দিন। আর, কে না জানে, ইসলামী আন্দোলন দলের নেতা-কর্মীরাই এদিক থেকে সবচেয়ে এগিয়ে।
আমরা দেখেছি, যে নৌকার পক্ষে কাজ করেছে, সে নৌকা চালাতে জানে না। যে ধানের পক্ষে ভোট দেয়, তাদের অনেকেই কাস্তে চালাতে জানে না। কিন্তু, হাতপাখার পক্ষের মানুষেরা, হাতপাখা কিভাবে চালাতে হয়, তা চালাতে জানেন। চাইলে আপনিও পারবেন।
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



