
তিন দিন হলো, সিলেটে আমার মায়ের নামে করা পাঠাগারটিতে ট্রেনিং দেওয়া শুরু করবো বলে মনস্থির করেছি। গত কয়েক মাস আগে, আমরা একটি প্রতিযোগিতার আয়োজন করেছিলাম। সিলেটে আমাদের পাঠাগারে আসা ৩০-জন শিশুকে বলেছিলাম - 'একজন সৎ মানুষের ছবি আঁকতে'।
কেউ এঁকেছিলো প্রচণ্ড গরমে পানি এগিয়ে দেওয়া কোন একটি মানুষকে, কেউবা এঁকেছিল রাস্তা পারাপার করতে সাহায্য করা কোন দয়ালু মানুষের ছবি, আবার কেউ ফেরিওয়ালার ছবিকে এঁকেছিল। শিশুদের একজন এমনকি কাজী নজরুল ইসলামের ছবিও এঁকেছিল! আমরা তাঁদেরকে বলেছিলাম, শুধু ছবি আঁকলেই চলবে না, তা লিখে ব্যাখ্যা করতে হবে, এবং তারপরে মুখে উপস্থাপন করতে হবে। বিপত্তিটা বাঁধে এইখানেই !



আঁকতে ও লিখে ব্যাখ্যা করতে পারলেও, প্রায় সবাইই মুখে উপস্থাপন করতে পারেনি সুন্দর করে। আমরা তাই সিদ্ধান্ত নিয়েছি, তাদেরকে ছড়া শিক্ষার মাধ্যমে মৌখিক উপস্থাপনা শিখাবো। এছাড়াও, গণিত শিক্ষার মাধ্যমে গণিত অলিম্পিয়াড ও এস্ট্রোনমি শিক্ষার মাধ্যমে এস্ট্রো- অলিম্পিয়াডের জন্যেও ট্রেনিং দিবো। সেই সাথে থাকবে সুন্দর হাতের লেখা শিক্ষার ট্রেনিং।



আগামী ডিসেম্বরের মাঝে আমাদের পাঠাগারকে সিলেটের সর্বমহলে ছড়িয়ে দেওয়ার ইচ্ছা আমার।


সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



