আমি নিজেকে একজন সম্পদশালী মানুষ হিসেবে জানি। আমি কিভাবে এতোটা সম্পদশালী হলাম সেটার রহস্য আজ আমি আপনাদের বলবো। ব্লগার জেনারেশন একাত্তর আমার ব্যবসা নিয়ে প্রায়ই কটাক্ষ করেন। বলেন, আমি যা বলি, তা ভুয়া! আমার বুঝি কিছুই নেই! অথচ, আমার সম্পদের পরিমাণ তিনি চিন্তাও করতে পারবেন না!
আসলে, আমার কাছে এমন একটি মহামূল্যবান জিনিস আছে, যা আমাকে সম্পদশালী বানিয়েছে। সেই সম্পদ আমি এমন ভাবে রক্ষা করে চলেছি, তা চাইলেও কেউ আমার কাছ থেকে নিতে পারবে না। কেউ যদি আমাকে যদি এমনকি কয়েক ট্রিলিয়ন ডলার দেয়, আমি তা বিক্রি করবো না।
যে জিনিস কয়েক ট্রিলিয়ন ডলার দিয়েও কেনা যায় না, তা কি মূল্যবান নয়? আর, এরকম একটি জিনিস আমার কাছে থাকার ফলে আপনি আমাকে একজন সম্পদশালী মানুষ বলবেন না?
আপনার হয়তো আগ্রহ হচ্ছে, কি এমন জিনিস আমার কাছে আছে যা কয়েক ট্রিলিয়ন ডলার দিয়েও আপনি কিনতে পারবেন না!
সেই জিনিসটা হচ্ছে - মহান আল্লাহ'র প্রতি বিশ্বাস ও রাসূলুল্লাহ (সা)-এর প্রতি ভালোবাসা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



