আমাদের রাজনৈতিক দলগুলো তাদের মিছিল ও সমাবেশগুলোতে লক্ষ লক্ষ সমর্থকের উপস্থিতি নিয়ে গর্ব করে। নিজেদের গায়ে বড় দলের তকমা লাগায়। এই লক্ষ লক্ষ সমর্থক দিয়ে কি হবে যদি বিপদের সময়ে এই সমর্থকদের না পাওয়া যায়? সাবধান করার জন্যে একটি ঘটনা বলি।
পৃথিবীর শেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ মুস্তফা (সাঁ)-এর ওফাতের মাত্র দুই বছর আগের ঘটনা। হুনাইনের যুদ্ধ। মক্কা বিজয়ের পরে এই যুদ্ধের সময়ে শত্রুদের আক্রমণে প্রথম দিকে খুবই খারাপ অবস্থা হয়ে যায় মুসলমানদের। মুসলিমদের ১২ হাজার সৈন্যদলের প্রায় সবাই মহানবী (সাঁ)-কে রেখে পালিয়ে যেতে থাকেন। বুখারী শরীফে আছে, মাত্র ৯-১০জন সাহাবী যুদ্ধক্ষেত্রে অসীম বিক্রম দেখিয়ে পাল্টা আক্রমণ করে যান।
যুদ্ধের সেই ভয়াবহতা সম্পর্কে পবিত্র কোরআনের সূরা তওবা-এ এভাবে বর্ণিত আছে -
‘হুনাইনের দিনকে স্মরণ করো, যখন তোমরা নিজেদের সংখ্যাধিক্যতে তুষ্ট ছিলে; কিন্তু তাতে তোমাদের কোনো কাজ হয়নি; বরং জমিন প্রশস্ত থাকা সত্ত্বেও তা তোমাদের জন্যে সংকীর্ণ হয়ে গিয়েছিলো এবং তোমরা পৃষ্ঠপ্রদর্শন করে পালিয়েছিলে।'
সেই যুদ্ধে যেঁ গুটি কয়েকজন সাহাবী মহানবী (সাঁ)-এর পাঁশে থেকে তাঁকে রক্ষা করেন, তাঁদের মধ্যে একজন মহিলা ছিলেন। এই মহিলা সাহাবী (রা) যখন দেখেছিলেন আমাদের প্রিয় নবীজি বিপদে, তখন নবীজিকে বাঁচাতে সেই নারী একটি লাঠি দিয়ে অসীম সাহসের সাথে শত্রুর সাথে লড়াই করতে থাকেন।
খোদা আমাদের এমন সাহস দান করুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



