
আমাদের পাঠাগারের বয়স এখন এক
সিলেটে আমাদের 'স্বপ্নপুরী - কানিজ ফাতেমা জায়গীরদার শিশু-কিশোর পাঠাগার'-এ শিশুদের নিয়ে কাজ শুরু করেছি তা প্রায় ১ বছর হয়ে গেলো। দিনে দিনে আমাদের পাঠাগারে আসা শিশুদের সংখ্যা বেড়ে চলেছে। আজ যেমন National Children's Task Force-এর সিলেট শাখার শিশুরা আমাদের পাঠাগার পরিদর্শনে এলো, তেমনি নিয়মিত অন্যান্য শিশুরাও আসছে।
আমরা পথশিশুদের নিয়ে পডকাস্ট করার চিন্তা করছি
এই আইডিয়া আমি ঢাকায় শিশুদের নিয়ে কাজ করা এক সমাজকর্মীকে দিয়েছিলাম। তিনি এগিয়ে এসেও বাস্তবে পরিণত করতে পারেন নাই। আমি সিলেটের National Children's Task Force-কেও একই আইডিয়া দিয়েছি। তাঁরা খুব আগ্রহী হয়েছেন। আমি সত্যিই একদিন এই পডকাস্ট করে বসবো। খুব সিম্পল আইডিয়া। 'একদিনের জন্যে একজন পথশিশুর একটি আশা পূরণ করবো আমি'।
কি ধরণের আশা করতে পারে একটি পথশিশু?
আমাদের পডকাস্টে কেন আসবে একজন পথশিশু? সে তো 'কামাই' করতে ব্যস্ত! আমি এই প্রশ্নের জবাবে বললাম- "তাদের যে কোন আশা পূরণ করবো আমরা। একদিনের জন্যে সে হবে রাজা/রাণী! কোন পথশিশু হয়তো প্লেনে চড়তে চাইবে। অথবা, কোন পাঁচতারা রেস্টুরেন্টে খাইতে চাইবে। অথবা, সুন্দর কাপড় পড়তে চাইবে। কিংবা, কক্সবাজারে ঘুরতে যাইতে চাবে। অথবা, বাবা-মাকে হজ্ব/উমরাহ করাতে চাইবে।"
খুবই ব্যয়বহুল একটি পডকাস্ট হবে! মাথা ঘুরছে কিভাবে সামলাবো এই ভেবে!

সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



