ধরুন, আমি সরকারের বিরুদ্ধে কলম ধরেছি, বা হিংসাত্মক কোন কর্মকান্ড ছাড়া রাস্তায় আন্দোলন করছি, আমাকে গুলি করার অনুমতি কি সরকার প্রধান দিতে পারেন? অথবা, ধরুন, সরকারের কাছে খবর আছে যে, আমি যে আন্দোলনের সাথে জড়িত, সেই আন্দোলনে বিদেশীদের হাত আছে। কিন্তু, আমি তা না জেনেই শুধু অন্যায়ের প্রতিবাদ করার জন্যে আন্দোলনে যোগ দিয়েছি, আমাকে কি হত্যা করার অনুমতি দেওয়া উচিৎ বলে মনে করেন কি?
অথচ, সাক্ষী প্রমাণ দেখে মনে হচ্ছে, গত ৩৬ জুলাইয়ের আন্দোলনে সরকার বাহাদুর নিরীহদের উপরে গুলি চালানোর অনুমতি দিয়েছেন। 'জঙ্গী ট্রাম্প কার্ড' খেলার নির্দেশ দিয়েছেন! যার ফলে, পুলিশ হত্যা করার মতো অপরাধ করতে পেরেছে!
আচ্ছা, আপনার মনে কখনো কি প্রশ্ন জেগেছে, কখন ট্রাম্প কার্ড খেলা হয়? প্রথমতঃ তাস খেলায় এই শব্দ ব্যবহার হয়। বাংলাদেশের রাজনীতি কি তাস খেলার সমকক্ষ? এতোটাই ফেলনা? আমাদের সুধী সমাজে তাস খেলাকে কখনোই মান্য-গণ্যদের খেলা হিসেবে মানা হয় না। এমনকি 'তাসের ঘর' এমন একটি শব্দ যা শুনলে মানুষ ভয় পায়। আমাদের রাজনীতিকে যারা তাস খেলা মনে করেছেন, তাঁরা কি ভুল করেন নাই?
'ট্রাম্প কার্ড' লুকিয়ে রাখা হয়, যাতে খেলোয়াড়রা যথাসময়ে ব্যবহার করতে পারেন। জঙ্গীদের ট্রাম্প কার্ড হিসেবে লুকিয়ে রাখার মানে কি হতে পারে? দেশের সাথে এভাবে লুকোচুরি করার মানে কি ছিলো?
আজ প্রথম আলো লিখেছে, শেখ হাসিনার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে, সেগুলো হচ্ছে - উসকানিমূলক বক্তব্য প্রদান; প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ; রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যা; রাজধানীর চানখাঁরপুল এলাকায় আন্দোলনরত ছয়জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যা করা।
যে কোন সভ্য মানুষ চাইবেন, অপরাধের বিচার হোক। এবং, তা সুষ্ঠু ভাবে হোক। বিচারে প্রতিবন্ধকতা তৈরী করে হুমকি-ধামকি দেওয়া অপরাধ। সকল আওয়ামী সাপোর্টারদের এই ব্যাপারটা বুঝতে হবে।
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০২৫ সকাল ৯:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


