
শ্রদ্ধেয়া জানা আপ্পি,
আসসালামু আলাইকুম।
প্রথমেই, একটা গল্প বলি। ইউরোপের অন্ধকার যুগের কাহিনী। ক্যারিবিয়ান দ্বীপাঞ্চলে তখন জলদস্যুদের রাজত্ব চলছে। অনেক দিন ধরেই ইংরেজরা কোনক্রমেই পেরে উঠছিল না স্পেনিয়ার্ডদের সাথে। ঠিক সেই সময়ে স্পেনের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ান এক ইংরেজ জলদস্যু। তাঁর নাম ছিলো- হেনরি মরগান। তিনি তাঁর বাহিনী নিয়ে স্পেনিয়ার্ডদের ধাওয়া করতে থাকেন সর্বত্র। মরগানের সাফল্য দেখে ক্যারীবিয় অঞ্চলের কমান্ডার করে দেওয়া হয় মরগানকে। তিনি স্পেনিশ জলদস্যুদের ধরে ধরে ফাঁসিতে ঝুলিয়ে দেন।
এরপরে, ক্যারিবিয় অঞ্চল সংশ্লিষ্ট সাগরে শান্তি ফিরে আসে। সব জলদস্যু আর স্পেনিয়ার্ডরা যখন নিকেশ, এবারে, বন্দী করা হয় মরগানকে। তাঁকে ফাঁসির কাষ্ঠে ঝুলানোর ব্যবস্থা করা হয়। কোন কারণে, ব্রিটিশ রাজের মনে দয়ার উদ্রেক হওয়ায়, মরগানকে ক্ষমা করে দেওয়া হয়। শুধু তা-ই নয়, তাঁকে নাইট উপাধি দিয়ে জ্যামাইকার ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ দিয়ে সেখানে পাঠিয়ে দেওয়া হয় বাকি জীবনের জন্যে!
গল্পটা কেন বললাম, জানা আপ্পি?
ব্লগারদের মাঝে সামুতে সবচেয়ে বেশি সময় ব্যয় করেন ব্লগার সোনাগাজী। বছরের পর বছর ধরে তিনি অনেকবার শাস্তির সম্মুখীন হয়েও ব্লগে টিকে আছেন। তাঁকে অপমান করে তাড়ায় দেওয়ার পরেও তিনি সামু ছেড়ে যাননি।
এমনকি 'জিকোব্লগ'-এর মতো একটি বাগ তাঁকে অপমান করেছে দিনের পর দিন। তবুও, সোনাগাজীকে দমানো যায়নি।
আমি জানি, আমার এই পোস্টে, ব্লগার রাজীব নূর আর ব্লগার মোহাম্মদ গোফরান সমর্থন জানাবেন। আর, কে কে সমর্থন জানান, সেটাও দেখার বিষয়।
আপনি কি আমাদের এই অনুরোধটি একবার ভেবে দেখবেন, প্লিজ?
আপনি ভালো থাকুন নিরন্তর।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০২৬ সকাল ১১:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



