মোটামুটি সবাই জানেন বাংলাদেশ জাতীয় দলের স্পন্সর "সাহারা"। এই কম্পানিটার সর্ম্পকে ইতিমধ্যে সামুতে অনেক লেখালেখি হয়েছে। ব্যক্তিগতভাবে আমি ইন্ডিয়ান্দের খুব একটা পছন্দ করি না। তার মূল কারণ তাদের আধিপত্যবাদ নীতি, বাংলাদেশের সাথে তাদের বৈষম্যমূলক আচরণ, বাংলাদেশকে খাটো করে রাখার প্রবণতা, সীমান্তে হত্যা ইত্যাদি।
তো সাহারার মত একটা ফালতু কোম্পানিকে কেন বাংলাদেশ জাতীয় দলের স্পন্সর করা হলো যে কোম্পানিকে তার নিজের দেশের লোকজনই ভাল চোখে দেখে না। টিভিতে যখন খেলা দেখবো তখন খেলোয়াড়দের গায়ে সাহারার জার্সি দেখলে সহ্য করতে পারবো না। বাংলাদেশের কী এমন কোনো কোম্পানি নাই যারা স্পন্সর করতে পারে। অবশ্যই আছে, কিন্তু বিশ্বআস ঘাতকরা তা হতে দিবে না।
তথাকথিত মাতৃভূমি উন্নয়নের নামে মিস্টার সাহারা যে প্রকল্প হাতে নিয়েছেন তার কী সুফল যে বাংলাদেশের মানুষ পাবে সেটা এখন কেবল ভবিষ্যতই বলতে পারে। শুধু কষ্ট হয় এটা ভেবে যে এদেশের মানুষরা ২৫০ বছর আগেও প্রতারিত হয়েছে (মীর জাফরের দারা), আর এখনও প্রতারিত হচ্ছে গওহর রিজভী, শেখ হাছিনা, মোস্তফা কামাল, সেনগুপ্তদের দ্বারা।
ধিক তোদেরকে ধিক।
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১২ রাত ১:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




