ঠিক এই মূহুর্তে আমি আন্তরিক ভাবে আপনাদের সাহায্য কামনা করছি।আমি খুবই বড় একটা confusion পড়ে গেছি।গত দুই সপ্তাহ ধরে আমি আমার desktop টা update করার জন্য জোর চেষ্টা চালাচ্ছি।
desktop update করার উদ্দেশ্য গেম খেলা।
চেষ্টা চালাতে চালাতে আমি এখন দিশেহারা হয়ে আপনাদের সাহায্য প্রার্থী।
processor, motherboard এবং ram কিনার উদ্দেশ্য নিয়ে পরিচিত এক দোকানে গেলাম খোজ-খবর নিতে।আমার বাজেট core i5।যাইয়া দেখি intel , gigabyte , AMD ইত্যাদি কোম্পানির ইত্যাদি প্রোডাক্ট।confused হইয়া core i5 রেন্জের processor , motherboard এর মডেল নাম্বার নিয়া আসলাম ।দোকানদার আমারে processor এবং motherboard এর কিছু প্রডাক্ট দেখাইয়া ঐগুলা ভাল হবে কইল।প্রডাক্টগুলো হইলো,
processor--AMD FX 4100(AMD) ; core i5 2320(intel) motherboard--880GM USB3L(gigabyte)
বাসাই আইসা ইন্টারনেটে ব্যপক খোজ লাগাইয়া আরো পেরেসানিতে পইড়া গেলাম।AMD FX 4100(AMD) এর clock speed--3.30 GHZ ,cache memory--12 MB , 4 core।আবার core i5 2320(intel) এর clock speed--3.00GHZ cache memory--13 MB , 4core.
সমস্য ১। বুঝতেছি না AMD ভাল নাকি intel ।আমার আপন বড় ভাই বলে intel ভাল।intel না কিনলে সমস্যা দিতে পারে। উনার এক বন্ধু (যে computer সম্পর্কে বেশ অভিঙ্গ) বলে brand dosen't matter.
সমস্য ২। intel যে কিনব ওতে কচু clock speed কম।
এইবার আসি motherboard এ।
সমস্য ৩। 880GM USB3L(gigabyte) motherboard এ AM3+ socket এবং core i5 এ LGA 1155 socket।সুতারাং core i5 এর সাথে এই motherboard চলবে না।
সমস্য ৪। LGA 1155 socket এর যে motherboard গুলা আছে সেগুলাতে built-in graphics card নাই।
সমস্য ৫। 880GM USB3L(gigabyte) motherboard এর processor , motherboard হচ্ছে ATI REDEON HD 4250।এই graphics card কেমন এবং এটা দিয়ে আমি ভবিষ্যতের ভাল গেমগুল খেলতে পারবো কিনা বুঝতেছি না।আর core i5 রেন্জের processor , motherboard কিনার পর আমার পক্ষে external graphics card কিনা সম্ভব না।
সমস্য ৬। high quality built-in graphics card কোন motherboard এ আছে এবং ঐ motherboard এর সাথে core i5 রেন্জের কোন কোম্পানির কোন processor match যাবে তাও বুঝতেছি না।
তবে এতটুকু নিশ্চিত হইছি যে, processor ইন্টেল এর টা ভালো কিন্তু মাদারবোর্ড ইন্টেল এর ভালোনা।
এখন আপনারা আমারে processor , motherboard এর সমন্বয়ে বেস্ট অপসন দেন, কোনটা কিনলে আমি আপাতত সকল গেম খেলতে পারব এবং৩ থেকে ৪ বছরের মধ্যে আর আপডেট করা লাগবে না।
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১২ রাত ৯:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



