বিষন্ন আলোয় এই বাংলাদেশ
এ আমারি সারে ৩ হাত ভূমি...
আমরা ১৬ কোটি বাঙালি, ৩২ কোটি হাত। ১৯৭১ সালে ছিল না ১৬ কোটি মানুষের মেলা, ছিল না আজকের মত এতো নোংরা রাজনীতির চাল। ৯ মাস রক্ত ঝড়িয়ে যে স্বাধীনতা এনেছিল বীরযোদ্ধারা, তা কী আমরা ৩২ কোটি হাতে বেঁধে রাখতে পারবো শেষ পর্যন্ত ??? আমাদের দেশের অবস্থা এতোটাই অধঃপতনে গিয়েছে যে, আজ মায়ানমারের মতো নিরামিষভোজী প্রাণীরাও আমিষের স্বাদ নিতে চায়। কোন দেশের জনগণের মধ্যে কতটা ইউনিটি আছে তা সেই দেশের প্রত্যেকটি মানুষের কাছে গিয়ে চীন কিংবা বার্মা জিজ্ঞেস করতে যাবে না... তা প্রমাণ পায় সেই দেশের রাজনৈতিক অবস্থা দেখেই। আর বাংলাদেশের প্রত্যেকটি দল যা যা কাহিনী করে বেড়ায় সেই খবর এই 3G-র যুগে পৃথিবীর যে কোন জায়গায় বসেই পাওয়া যায়। ছোটবেলায় পড়েছিলাম...... এক বৃদ্ধের ৪ ছেলে আছে, তারা সারাদিন নিজেদের মধ্যে বিবাদ করে। তাই গ্রামের লোকজন এই সুযোগে তাদের সম্পদ হাতিয়ে নিতে চায়। বৃদ্ধ ৪টি লাঠি একত্রে বাঁধে.........।
তারপর কী হয় তা আমাদের সবার জানা। আমার মনে হয় আমাদের রাজনৈতিক রুই-কাতলাদের এই শিক্ষণীয় গল্পটি তাবিজের মতন গলায় বেঁধে দেয়া উচিত। দেশে যুদ্ধ লাগবে কি না জানি না। কিন্তু লাগলেও এই দুর্নীতির যুগে আমি-আপনি কিছুটা বেনিফিট পেতে পারি। অন্তত আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কোটা ভুক্ত হবে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১৪ রাত ৩:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




