
২০১৮ সালের শেষের দিকে হঠাৎ আঘাতের ফলে হাটুতে জোরে পপ "শব্দ হয়, ঘন্টাখানেক পর মাঠ থেকে উঠে বাসায় আসি। হাটা যায়নি,ফোলা ছিল মিডিয়াম লেভেল, ঔষধ খাইনি তবুও; সপ্তাহ খানেক পর হালকা হাটা যেত, হাটতে শুরু করলাম। তারপর ফুটবলের নেশার কারণে আবার নেমে দৌড় দিয়ে ১ ঘন্টা মাঠে বসা,; তখন মাথায় ঢুকলো সিিরিয়াস কিছু হয়তো হয়েছে। ঠিক করলাম ইন্টারনেট ঘেটে কিছু জানা যায় কিনা। কয়েকদিন পর এক্সারসাইজ ফলো করা শুরু করলাম, উন্নতিও চোখে পড়লো।
৬-৭ মাস পর মাঠে নামলাম ফুল কনফিডেন্স নিয়ে, তবে ২ মিনিট পর হালকা টুইস্ট করলো; প্রচন্ড ব্যাথা। তবুও হোম থেরাপি+এক্সারসাইজ করে ২ মাস পর ঠিক হলো। আমার মূল সমস্যা ছিলো ফুটবলে,ফুটবল দেখলেই খেলতে ইচ্ছে করে ; নিকোটিন টাইপ নেশা; ফলাফল একই পায়ের একই জায়গায় ৬-৭ মাস গ্যাপ দিয়ে ইনজুরী, ৪-৫ বার। আমার হাটুর সিম্পটমস দেখে মনে হয় লিগামেন্ট+ মেনিস্কাস গ্রেড-২/৩ লেভেলে ড্যামেজ হয়েছে।
ফুটবল বাদেও একদিন বাস থেকে নামতে গিয়ে হাটু লক হয়ে গিয়েছিলো, টয়লেটে গিয়ে লক হয়ে যেতো,ঘুমের মধ্যে লক হয়ে যেত।এ বছরের ফেব্রুয়ারিতে বাসায় হঠাৎ করে লক হওয়ার পর ঢাকায় নিটোরে (পঙ্গু) দেখিয়ে আনি।প্রথমবার ঔষধ খেয়েছি কাজ হয়নি, ৪৫ দিন পর মনে হচ্ছিলো রিকোভারী হবে। কিন্তু আজ বিকালে পা টুইস্ট করার পর মনে হলো "সেই ২০১৮ সালের ব্যাথায় ফিরে গিয়েছি।
আমার পরিচিত কয়েকজন ট্রিটমেন্ট করেছে দেশে, উন্নতি তেমন হয়নি; লিগামেন্ট, মেনিস্কাস,নী-ক্যাপ ডিস্লোকেশন এমন সমস্যা সার্জারী করেছে, ব্যাথা করে, নামাযে সমস্যা হয়। তবে, ইন্ডিয়া থেকে ঘুরে আসা একজনের হাটু ঠিক আছে। ঠিক করেছি, কয়েকদিনের মধ্যে চট্রগ্রাম মেডিক্যাল গিয়ে দেখিয়ে MRI করবো, দেখি কি হয়। নরমাল লাইফে ব্যাক করতে হবে যত আর্লি পারা যায়।
ব্লগারদের হাটুর ইনজুরী নিয়ে অভিজ্ঞতা,ট্রিটমেন্ট ও দেশ -বিদেশের চিকিৎসা নিয়ে ধারণা,মতামত থাকলে জানাতে পারেন।
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০২২ রাত ১:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




