
দেশের সরকার/আমলাতন্ত্রের কতভাগ প্রপার ইংরেজী পারে বলা কঠিন,কাগজে লেখা দেখে বিবৃতি, বক্তৃতা দেয়া জীবনের অংশ হয়ে গেছে।দেশের স্কুল, কলেজে কম্পিউটার শিখানো হয় বাংলায়,দরখাস্ত লিখতে পারে না বেশিরভাগ। ইংলিশ পরীক্ষা দিয়ে দেশ ছাড়ে হাজার হাজার শিক্ষার্থী,ওদের ইংরেজী কাজে লাগে ভবিষ্যৎ'এ? তাছাড়া ইংরেজী মাধ্যমের পড়াশোনা আছেই এখানে ধনীরা পড়ে, গরীবেরা আরবি শিখে মাদ্রাসা,মক্তবে।
দেশের বিভিন্ন জব সেক্টরগুলোতে ইংরেজীর আধিক্য, চাহিদা কেমন? কতভাগ চাইলেই ১৫/২০ লাইন স্যাটেলাইট,ইবোলা ভাইরাস,কনসোর্টিয়াম, ইনফ্লেশন টপিক লিখতে পারে অবলীলাক্রমে ; একসেন্টে ইন্ডিয়ান টোন দেখেছেন কত ভাগ? প্রপার পশ্চিমা একসেন্ট দেখেছেন বাঙালীর মাঝে?
বিদেশীদের সাথে কমউনিকেটে স্মার্টনেস ও হিউমার নিয়ে নিজেকে প্রকাশ করতে পারে কতভাগ? ইংরেজী ভীতি ছোট বেলা থেকেই গড়ে উঠে,যা শুরুতে অনীহা দেখায় তাদের ইংরেজী সহজে কাটে না,বিভিন্ন কোর্স, পরীক্ষা জড়তা কাটাতে পারে না।ইন্টারনেটের সুবাদে ইংরেজী শিখা সহজ হলেও, সহজে শিখে লেভেলে পৌছানো যায় না।
ইংরেজী ভাষা বাংলাদেশের প্রেক্ষাপটে কতটুকু গুরুত্বপূর্ণ?? চোখের সামনে কি দেখছেন? জানান অভিজ্ঞতা।
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০২২ রাত ১:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




