
ব্লগ থেকে জানলাম, রনি নামের একজন পুরো রেলওয়ে কর্তৃপক্ষের বিপক্ষে বিভিন্ন দাবি নিয়ে অনশন করছে, অনশনে যোগ দিতে বিভিন্ন ভার্সিটির কাউকে রনির কাছে আসতে দিচ্ছে না প্রশাসন, কিছু এসেছে তাই ঢাকা থেকে ট্রেনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, সামাজিক নেটওয়ার্কে একাত্নতা প্রকাশ হচ্ছে,এদিকে রনি কাটিয়ে দিয়েছে ১২/১৩ দিন। আরও জানলাম,দায়মুক্তি আইন যা সরকারী কর্মকর্তাদের সবসময় হাসিমুখে রাখতে বাধ্য করবে। নিরীহ,গরীবের জন্য বাংলাদেশ নেই, আবেগ নেই, চারিদিকে পরাজয়ের গন্ধ।
রিজার্ভ নিয়ে লেখালেখি হয়েছে ব্লগে, রিজার্ভ কমছে লোন সম্ভবত ছাড়িয়ে গেছে ৯০ বিলিয়ন,; ছোট শ্রীলংকায় যা হয়েছে তা দেশে হবে কিনা সেটা সময় সাপেক্ষ ও সুক্ষ্মদর্শী অ্যানালাইজ দরকার।তবুও দেশের কতভাগ মানুষ দেশ শ্রীলংকার মত হোক চায়, তা জরিপ করা দরকার আছে বলে মনে হয়।
লোডশেডিং শুরু হয়েছে, এটা মিথলজির সেই ফিনিক্স পাখির মত, মাধ্যমিকে আবার প্যারাগ্রাফ লেখার সময় হয়েছে যদিও পদ্মাসেতুর দাপটে পরীক্ষায় থাকবে কিনা বলা কঠিন। জ্বালানী সংকটে ভুগছে দেশ,পুটিন বৈঠক করলো খামেনীর সাথে,বাইডেন সৌদি ঘুরে গেলো; আমরা রাত আটটার পর দেশকে অন্ধকারে করতে বাধ্য হচ্ছি।
কিছুদিন আগে চোখের সামনে দেখলাম,মন্ত্রীসাহেব বিকালে মিটিং করলো, মিটিং শেষের পর স্কুলের মাঠ বন্ধ হলো; ছেলেরা পানকৌড়ির মত ফুটবল/ ক্রিকেট ব্যাট নিয়ে দাড়িয়ে থাকে, মাঠ খোলা হয় না।হয়তো অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়েছে , এটা এলাকার সবচেয়ে প্রতিষ্ঠিত মাঠ ছিলো। দেশে প্রতিদিন কোথাও না কোথাও কিশোর গ্যাং মারামারি হয়,মারামারি কি নিয়ে হয় (ক্ষমতা,আধিপত্য,মাদক,মেয়ে) এসবই ; রক্ত গরম তাই মরার হার কম। এদের ইউক্রেনের হয়ে যুদ্ধে পাঠানো দরকার,ন্যাটো গনভবনে ফোন দিলেই হয়।আগে জন্মালে হয়তো ভালো হয়, ঠিক চেঙ্গিসের সময়ে তাহলে চেঙ্গিস যুদ্ধে না গিয়ে ওদের ওপর দায়িত্ব দিয়ে নাক ডেকে ঘুমাতো ।
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০২২ দুপুর ১:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




