
গৌতম বুদ্ধ সাধনা করেছেন অশ্বথ গাছের নিচে, নিজে নিজেকে বুঝেছেন, এবং মন নিয়ে অনেক কিছু বলেছেন 'এনলাইটেন্টমেন্ট পাবার পর। উনি নিজে ধর্ম প্রচার হয়তো করেনি, নিজের ভাবনা বিশ্বকে জানিয়েছেন, সমস্যার সমাধান দিয়েছেন। মানুষ উনার সমাধান মেনে নিয়েছে,ভেবেছে ও বছরের নির্দিষ্ট সময় ধ্যানে বসেছে, ফানুস উড়িয়েছে ও গেরুয়া কাপড় পড়ে ভিক্ষুক হয়েছে। বুদ্ধের দর্শন আপনাকে ভাবিয়েছে,এপ্লাই করেছেন জীবনে? সভ্যতার এই যুগে এসে বুদ্ধের দেয়া সমাধান কাজে লাগছে? নাকি মনে হয়েছে বুদ্ধের ভাবনা ছিলো পেছনে পড়ে যাওয়া ভাবনা!
কার্ল মাক্স ১৮ শতকের দার্শনিক ও অর্থনীতিবিদ, উনি নিজে ইমাজিনেশন'/ কল্পনাশক্তি নিয়ে অনেক কিছু বলেছেন, যেমন -প্রকৃতিকে বিভিন্নভাবে বিভিন্ন দার্শনিক ব্যাখ্যা করে থাকে যা আসল কাজ নয়,আসল কাজ হলো প্রকৃতিতে পরিবর্তন আনা। উনি বই লিখে লেনিনকে দায়িত্ব দিয়েছিলো হয়তো স্বপ্নযোগে।মার্ক্স ভেবেছে, লিখেছে, মারা গিয়েছে, অন্যদিকে লেনিন ভেবেছে,লিখেছে, পরিবর্তন এনেছে,মারা গিয়েছে; দেখা যাচ্ছে আসল কাজ লেনিনই করে দেখিয়েছে।
আলবার্ট আইনস্টাইন শুধুমাত্র ইমাজিনেশন"/কল্পনাশক্তি দিয়ে মহাবিশ্বের রহস্য বুঝতে পেরেছে, আপনার বিশ্বাস হয়? ডেক্সে বসে শুধু কাগজ, কলম ও ভাবনা দিয়ে বিশ্বজয় করাও যায়!
দ্যা ভিন্চি কল্পনাশক্তি কাজে লাগিয়েই ভবিষ্যৎ দেখেছেন,বই লিখেছেন যা বিল গেটস কিনে নিয়েছে কিছুদিন আগে। সক্রেটিস একাই গ্রীক মিথলজি গায়েব করে দিয়েছে কল্পনাশক্তি জ্ঞান ও প্রজ্ঞা কাজে লাগিয়ে,অন্যদিকে নোয়াহ হারারী ধ্যান করে বই লিখে বেস্ট সেলার হয়ে যাচ্ছে, খেয়াল আছে সেদিকে? আপনি পড়েছেন হারারীর বই?
শিক্ষিত/ অশিক্ষিত মানুষের ভাবনা ও কল্পনাশক্তি একই হওয়ার কথা নয় ; মস্তিষ্ক সমান ডাটা প্রসেসিং করলেও দ্যা ভিন্চির মত "আন্ডারস্যান্ডিং'র অর্গাজম সবাই পায় না। সভ্যতার বিবর্তনে সেই বুদ্ধ থেকে শুরু করে হালের হারারী পর্যন্ত সবাই কল্পনাশক্তির বিরাট ভক্ত ছিলো,এটাকে টুল হিসেবে কাজে লাগিয়েছে, এটার ক্ষমতা সম্পর্কে বুঝেছে।
"He is able who thinks he is able. & Imagination is more important than knowledge - এই দুইটা বাক্য ব্লগের ব্লগাররা কতটুকু বুঝেছেন/অনুভব করেছেন /কাজে লাগিয়েছেন??
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০২২ রাত ২:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




