
ঢাকা সিটিতে নেয়া প্রতিটি নিশ্বাস আপনাকে ঠিক কিভাবে বাঁচিয়ে রাখছে? নাকি তিলে তিলে নিঃশেষ করে দিচ্ছে। দূষণের নানাবিদ প্রকারভেদের সবকিছুই দৃষ্টিগোচর হবে যদি আপনি ঢাকায় থাকেন।মানুষ ঠিকই বেঁচে আছে , হাসছে, কাদছে, দুরারোগ্য রোগেও ভুগছে, কিন্তু সিঙ্গাপুরের পথে কাদের সাহেব। অন্যদিকে মানবিক মূল্যবোধের অবক্ষয় কোথায় গিয়ে ঠেকেছে তা মিডিয়ায় চোখ রাখলেই বুঝতে পারা যায়।কোটি মানুষের শহরের অনেক উপমা কানে এসেছে বহুবার, ঢাকায় টাকা উড়ে, সেই উড়ন্ত টাকা পকেটে নিতে যে পারছে মুরগী বানাচ্ছে।তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই।পুকুর/সাগর/মহাসাগর চুরি হচ্ছে তুড়িতেই, কোথাও কিছু ভেঙে পড়ছে ক্রমান্বয়ে? টের পাচ্ছেন?
মিডিয়ায় চোখ রাখলে বুঝা যায়, সাংবাদিকতার আঙুল অপেক্ষা করে বিনোদনের বিবাহ বিচ্ছেদ টাইপ করার জন্য ; অন্যদেশে বিবাহই সমাধান, তালেবান ধীরে ধীরে খোলস ছেড়ে বের হচ্ছে,শিক্ষার কোনো ছিটেফোঁটায় যেন নারীর কাছে ঘেষতে না পারে সে ব্যবস্থা নেয়া হয়ে গেলো।আমাদের বাচ্চারা নতুন বই পেয়ে, ঘ্রাণ নেয়া আদিমতায় অংশগ্রহণ করছে। বিনোদনজগতের নায়িকা মাহি নির্বাচন করবে, মনোনয়নপত্র বুকে আগলে রাখতে চাইছে।গত হয়ে যাওয়া বছরে সড়ক দূর্ঘটনায় মারা গিয়েছে প্রায় ১০ হাজার, আপনার কোনো প্রিয়জন এ লিস্টে থাকবে?
দেশের উত্তর জনপদ শীতে কাবু অনেকটা, তাপমাত্রা ৯/১০ সেলসিয়াস 'এ উঠানামা করছে।বিএনপি ঢাকা গরম রাখছে তাই ঢাকার মানুষ শীত বুঝতে পারে না, রঙবেরঙের শীতের কাপড় পড়ে মেট্রোরেলে চড়ছে আগ্রহী। আপনি কেমন আগ্রহী মেট্রোতে চড়তে? কিছুদিন আগে গ্রামে ছিলাম, এক মুরুব্বি হঠাৎ মারা যাওয়াতে মোড়লরা যত তাড়াতাড়ি সম্ভব দাফনকাজ সম্পন্ন করতে চাইছে ; অন্য দিকে পেলের বডি এখনো ফুটবল পিচে শুয়ে আছে।
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



