
ডিসঅর্ডারের অনেক রকম ফের থাকলেও 'তারমধ্যে আমি বলতে চাচ্ছি "Avoidant Personality Disorder ' সম্পর্কে যেটা অনেকটা "Social Anxiety Disorder 'ন্যায় আচরণ করলেও ;দুটো ভিন্ন ব্যাপার কিনা সেটা নিয়ে মতপার্থক্য বিদ্যমান।
AvPD ' ডিসঅর্ডারে ভোগা মানুষকে সাইকোলজির প্রফেশনাল বাদে বাদ বাকি সবাই বলবে, খুব লাজুক,রিজার্ভ চুপচাপ হেন তেন। কিন্তু মানষগুলোর ভিতরে একই প্যার্টানে চলতে থাকে ভাবনাগুলো; সিম্পল ক্রিটিক্স সারারাত ঘুমাতে দেয় না, নতুন কিছু চেষ্টা করে না সবাই কি মনে করবে তাই ভেবে যদি ফেইল করে, পাবলিক গ্যাদারিং, সোস্যাল কোনো প্রোগ্রামে যায় না কেউ যদি কি ভাবে ; আশেপাশে দিয়ে কেউ হেটে গেলেও ভাবে আমাকে দেখে কি ভাবছে? এমনকি রেস্টুরেন্টে বসে খাবার অর্ডার দিতেও ভয়। রিলেশনশিপ টিকে না, গায়েব হয়ে যায় ক্রমেই। এদের জীবন একটা লুপে ঘুরতে থাকে, এরা কোনো রিস্ক নেয় না, মানুষের সাথে মেশে না, সমমনাদের সাথে নিজের ভাবনা শেয়ার করে না। এদের প্রতিটি পদক্ষেপ নির্ভর করে অন্যের ভাবনার উপর, ওরা এটা ভাবতে পারে না যে অন্যের তাকে নিয়ে ভাবার এত সময় নেই।
কারণগুলো কিছুটা বাবা-মায়ের মিলিত জেনেটিক্সের প্রভাব, বেড়ে উঠায় কিছু সমস্যা,ইন্ট্রোভার্ট মানুষদের কোনো ট্রমার কারণে এসব ঘটে থাকে। আমার পরিচিত ২/১ আছে এমন ; দেখলে মনে হয়,একুশ শতকে ওরা ভিন্নজাতের প্রাণী, ব্লগার শেরজা তপনের যে সিরিজ চলছে, তাদেরকে ঐ সিরিজে ডুব দেয়ানো দরকার।টিট্রমেন্টের ক্ষেত্রে বাঙালীরা নিশ্চই সাইকোলজির প্রফেশনালদের পাত্তা না দেয়ার পক্ষে, যা ফলে এসব ডিসঅর্ডারে জীবনের গ্রাফ নিন্মমুখী হতেই থাকে রোগীদের।
আপনাদের পরিচিত এমন কেউ কি আছে? তাদের জীবন কেমন কেটেছে , উনারা কি বের হতে পেরেছিলেন এই মারাত্মক ডিসঅর্ডার থেকে?? জানালে জানাতে পারেন।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



