
ইন্টারনেটের কল্যাণে অনেক বাণী চোখে পড়ে, মানুষের মানবিক গুণ ও যেসব গুণগুলো দিয়ে সফলতার স্পর্শ পাওয়া যায়, ঐগুলো নিয়ে ব্যবচ্ছেদ দেখা যায় সহসায়।বুদ্ধের এক বাণীই চোখে পড়েছিলো, এটা সত্যিকার অর্থে বুদ্ধের কিনা জানার ইচ্ছা হয়নি ; বাণীটা হলো - " সবচেয়ে বড় ইবাদত হল ধৈর্য্য "। দুইহাজার বছর আগে বুদ্ধের বাণী আপনি সমাজে কি দেখছেন??
আমি কয়েকবছর আগে এক আত্নীয়ের সাথে পরিচিত হয়েছিলাম, তখন উনার ফিন্যানসিয়্যাল উন্নতি তেমন ছিলো না, উনি নরম/সরম হয়ে কথা বলতেন, বডি ল্যাঙ্গুয়েজে বুঝা যেতো উনি সারভাইভ করতে পারবেন। আবার উনার সাথে দেখা হয়েছিলো কয়েকমাস আগে 'উনি টাকা-পয়সার গন্ধ পুরোপুরি নিতে শুরু করেছেন ; ১/দেড় ঘন্টা উনার সাথে সময় কাটিয়েছিলাম উনাকে অন্যরকম দেখি;রিকশাচালককে ধমক দিচ্ছেন,ধমকের ভিতর অর্থের লুকায়িত প্রভাব ছিলো,অন্য একজনের সাথে ফোনে কথা বলার সময় মনে হলো, উনি আগের মত নেই, উনি এখন কারও কথা শুনতে চাননা; উনার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। উনার অফিসের গাড়ি ৫/৭ দেরী হওয়াতে উনি বলে ফেললেন, ড্রাইভারের চাকুরী খেয়ে দিবো, নালিশ করে। ধৈর্য্য ধরে টাকা বানিয়ে ধৈর্য্যহারা, এটা আসল ধৈর্য্য?
আমার এক বন্ধু আছে বাম হাতের টাকা কিছু আয় করতে শিখেছে, তার ভাবনায় আমি কখনো ধৈর্য্য দেখেনি, টাকা দিয়ে ক্রয় করতে চায় এমন মানসিকতায় দিনযাপন করে।আমি দেখি,কথা বলি, হাসি, বুঝার চেষ্টা করি।
অন্যদিকে গরীবের ধৈর্য্য বেশি বছরের পর বছর শুধুমাত্র মরিচ বিক্রি করতে দেখেছি, ছোট জায়গায় হোটেল চালিয়ে সারভাইভ করতে দেখেছি। কোনো বিচারের বৈষম্য শিকার হলেও ধৈর্য্য ধরতে দেখেছি,সৃষ্টিধরের কাছে বিচার দিতে দেখেছি। আর, ধনীরা ফোন দিবে, মামলা চুকে যাবে। ধৈর্য্যের বালাই নেই, প্রয়োজনীয়তা নেই।
আপনারা বিশ্বব্যাপী ধৈর্য্যের কিসব নমুনা দেখছেন?ধৈর্য্য দাসকে বানায় রাজা, কামনা রাজাকে বানায় দাস 'এসব বাণীর বাস্তব অভিজ্ঞতা থাকলে বলেন।
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



