
মৃত্যু এখন পর্যন্ত চিরন্তন সত্য হিসেবে কাউন্ট করা হচ্ছে, ভবিষ্যৎ পৃথিবী মৃত্যুকে জয় করতে পারলেও তা আমরা দেখে যেতে পারবো না, এটা নিশ্চিত। ঠিক কবে নাগাদ এসব হবে কিনা অথবা আদৌ হবে কিনা বলা কঠিন। তবে মৃত্যুমুখ থেকে বেঁচে আসা মানুষের অভিজ্ঞতা বলা কঠিন ব্যাপার নয়।
আমি অনলাইনে বিভিন্ন ডকুমেন্টারি দেখেছিলাম অনেক আগে, ঐখানের এক ডকুমেন্টারির এক পর্বে এমন ব্যাক্তিদের নিয়ে আসা হয়েছিলো, যারা বেঁচে ফিরেছে - যেমন: একজন কায়াকিং করতে গিয়ে স্রোতে আটকে খেই হারিয়ে ডুবে যেতে থাকে, একসময় ফিল করে অদৃশ্য এক জগৎে চলে যাচ্ছে, আলোর চমৎকার বিচ্ছুরণ,উনার পৃথিবীতে ফিরে আসার কোনো ইচ্ছা কাজ করছিলো না মায়ার জন্য, ভাগ্যক্রমে অন্যের সহায়তায় ২০/২৫ মিনিট পর উদ্ধার করে বাঁচানো সম্ভব হয়। অন্য একজন মৃত্যুর সাথে হাত মিলিয়ে ফেলেছিলো কন্সট্রাকশনের কাজ করতে গিয়ে দূর্ঘটনায় , তখন একটা সুর কানে আসতে থাকে, পরে বেঁচে ফিরে পিয়ানো বাজানো শিখেছিলো সেই মৃত্যু মুহূর্তে সুরের প্রেম,ভালোবাসায়। ভবিষ্যৎ দেখতে পেয়েছিলো একজন ; মূলত সবার অভিজ্ঞতার সারমর্ম একই ছিলো যে, অদ্ভুত মায়া, ভালোবাসা ও আলোর মাধ্যমেই অন্য জগৎে পদার্পন, নেই কোনো ভয়, ভীতি বিভীষিকা।
উপরের প্যারায় বিদেশী মৃত্যুর অভিজ্ঞতা, আমাদের দেশীয় মৃত্যুর ভাবনা কেমন ছিলো, আমার জানামতে কেউ ছিলো না এভাবে মৃত্যুর মুখ থেকে বেঁচে এসেছিলো, বা আমার হাতের উপর মৃত্যুবরণ করেছে এমন কেউ নেই।তবে একবার আমি পানিতে ডুবতে ডুবতে বেঁচে যাই, অন্তিম মূর্হতে প্যানিক এট্যাকে যখন ভেবে ফেলেছিলাম মারা যেতে পারি, তখন বেঁচে ফিরি।ভালো লাগা কাজ করেছিলো এ ভাবনায় যে, এ যাত্রায় বেঁচে ফিরেছি। আপনার এমন কিছু 'Near Death Experience " মগজে প্রসেস করা থাকলে, জানাতে পারেন, বিদেশিদের সাথে মিলাবো।
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



