
মানুষের ভাবনা মহাবিশ্ব নিয়ন্ত্রণে প্রভাব ফেলতে সক্ষম,নাসা কিছুদিন আছে উল্কা ধাক্কা দিয়ে দেখিয়েছে। মানুষের ভাবনা ভবিষ্যৎ নির্ধারণ করে, মানুষ কিভাবে ভাবতে পারবে, তা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে ; যেমন :পরিবার,সমাজ,রাষ্ট্র,শিক্ষা,রাজনীতি,অর্থনীতি ও ধর্ম। কথা বলার প্যার্টান ও স্পেসিফিক কোনো বিষয়ের উপর জোর দেবার প্রবণতা থেকে মানুষের ভাবনা প্রেডিক্ট করা যায় কিছুটা।
বিদ্যুৎ চমৎকির দৃশ্য দেখে ভয় পাওয়া প্রথম মানুষ যখন পরিবার সৃষ্টি করলো পরিবারের নতুন সদস্য নিশ্চই প্রথম ব্যাক্তির মত ভয় পেত না;ফ্রান্কলিন এক্সপেরিমেন্ট করে অলৌকিক থেকে লৌকিক হিসেবে তুলে ধরেছিলেন বিদ্যুৎকে ; এখন মানুষ বৃষ্টির ছবি তুলে,বিজলির ছবি তুলে নস্টালজিক হয়। মানুষ শিক্ষিত হয়ে, সায়েন্স ও টেকনোলজিকে কাজে লাগাতে চাইছে ; ফ্রয়েডের ভাবনা জীবনের সাথে মিলে কিনা তার প্রমান চাইছে, বায়াসমুক্ত মানুষ আদৌ সম্ভব কিনা বুঝতে চাইছে।
প্রাচীন গ্রিসের এথেন্স থেকে যে ভাবনা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছিলো,তার প্রভাব এখনো লক্ষ্য করা যায়; মানুষ এরিস্টটল,প্লেটো সক্রেটিস চিনে, ওদের ভাবনা বুঝতে চায়।সেই প্রাচীনকালেও উনারা কীভাবে এমনভাবে ভাবতে পেরেছিলো, উনাদের ভাবনায় কি প্রভাব ছিলো? আপনি দর্শনশাস্ত্র পছন্দ করেন, আপনার পছন্দের দার্শনিকও থাকতে পারে। উনাদের ভাবনার আলোকে নিজের জীবন গড়ছেন কিনা তা দেখতে হবে। আপনি নিজে দার্শনিকের মত আচরণ করছেন নাকি।
সভ্যতার এযুগে এসে রিপাবলিকের আন্ডারে থেকেও ভাবনায় গোজামিল থাকবে, মৌলিক অধিকার থেকে বন্চিত হলে, বিশেষ করে শিক্ষা থেকে বাদ গেলে জীবনে কখনো বুঝবে না, পৃথিবীর আধুনিক ভাবনা কোথায় গিয়ে ঠেকছে।মার্ক্সের ভাবনায় বিপ্লব হয়েছিলো, ধর্মীয় ভাবনায় রাজনীতি প্রভাবিত হচ্ছে এখনো।আপনার কাছে বিশুদ্ধ ভাবনার ডেফিনিশন কি? আপনি কিভাবে ভাবেন, নিজের ভাবনা ব্যবচ্ছেদ করতে পারেন?
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



