বইমেলায় আপনি কি বই বের করেছেন? আপনার বই সর্বাধিক কত পাঠক পেয়েছে?,হুমায়নের হিমু/মিসির আলী চরিত্র সৃষ্টি করতে না পারলে পাঠককে কল্পনার রাজ্যে আটকে রাখা সহজ নয়। ধর্মীয় বই দিয়ে যদি মানুষের জীবনের সমস্যার সমাধান দেয়া যায় নিজের মত ব্যাখ্যা করে তাহলে হয়তো পাঠক পাওয়া যাবে; না হলে পাঠক পথিক হয়ে অন্য পথ খুজে নিবে। কিছুদিন আগে সাইকেলে মাইক লাগিয়ে বই বিক্রির জন্য বলা হচ্ছে,বইটির বিশেষত্ব হলো ' মাত্র ১০ টাকায় জীবনের সব সমস্যার সমাধান হয়ে যাবে,এমনি হযরত খিজির আ: দেখা দিবে প্রসেসে ভূল থাকলে,সমাধান সহসা না হলে কারণ বইটি ধর্মীয়।
ব্লগের বয়সতো কম হলো না, ব্লগার প্লার্টফর্মে এসেছেন, কেউ কেউ ট্রেনে চেপে প্লাটফর্ম চিরতরে ছেড়ে চলে গেছেন। যারা এখনো ব্লগে উকি দেন 'তাদের মধ্যে কারা বই বের করেছেন? কি বই সেটা? কবিতা নাকি রোমান্টিক উপন্যাস নাকি থ্রিলার? কোন ব্লগারদের কি কি বই আপনি কালেকশনে রেখেছেন,পড়েছেন বা পড়বেন ঠিক করেছেন এখনো খুজলে পাওয়া যাবে বাসায় কিন্তু হাতে ধুলো লাগবে বলে খুজতে যেতে মানা।
এখনপর্যন্ত সবচেয়ে জনপ্রিয় বই কোন ব্লগারের বই?