
বিভিন্ন ধর্মীয় বিশ্বাস, ভাঙাচোরা আইডোলজী থেকে নতুন আইডোলজি যাই আপনার ভেতরে লালন করা থাকুক না কেন আপনি নিজের ভেতর কখন কীভাবে আধ্যাত্নিকতা অনুভব করেন ; যেমন- মুসলিমরা কুরবাণীতে নিজের ভেতরের পশুকে জবাই করে, গরু/মহিশের রক্ত মাটিতে ফেলে কবুলের আশায়; ঐদিন শতকোটি মুসলিম নিজেকে নতুন রুপে ফিরে পায়, ভিতরের পশু জন্ম না নেবার বাসনায় পরদিন শুরু করে। কথা হলো,আপনার ঐদিন কি ঘটে?
ওয়েস্টার্ন বাদ দিয়ে ইস্টার্ন মিস্টিসিজম, স্পিরিচুয়ালিটি দিকে ফোকাস করলে দেখা যায়, মেডিটেশন হলো ঐ জগৎে প্রবেশের দরজা ; এই সাইডে হিন্দুইজম/বৌদ্ধ পাশাপাশি অবস্থান করায় মেডিটেশন থেকে পাওয়া প্রোডাক্ট (স্পিরিচুয়ালিটি) নিয়ে বছরের পর বছর বির্তক চলছে: বির্তক শুনে আপনি যে পক্ষকে ভালো মনে করবেন তাই হবে আপনার স্পিরিচুয়ালিটি প্রাকটিসের জায়গা।
লালনের স্পিরিচুয়ালিটি শুধু গানেই সীমাবদ্ধ, তা না হয়েও তো উপায় নেই, অক্ষরজ্ঞান ছিলো না। লালনের বহু বহু আগে পারস্যের কবি মনসুর যখন ধ্যানের সর্ব্বোচ্চ ধাপে পৌছে বলে ফেললো,আমিই খোদা,আমি চরম সত্য।তখনই সবাই নড়ে চড়ে বসলো,তারপর সেই নড়াচড়া মৃত্যুদন্ড অবধি গড়ালো। কিছুদিন আগে সুইডিশ ফুটবলার ইব্রাহিমোভিচের ইন্টারভিউ দেখছিলাম, তখন সে প্রশ্নের উত্তরে বললো, 'যখন আমি মাঠে খেলি,I feel like a GOD. তখন আমার ইব্রার স্পিরিচুয়াল জগৎ সম্পর্কে জানতে ইচ্ছে হয়েছিলো।
এত এত দর্শন,ধর্ম,বিজ্ঞান,টেকনোলজির ভীড়ে আপনার ভেতরের খুজে বেড়ানো আধ্যাতিকতা যা পারস্যের কবি,সুফীরা,বৌদ্ধ ভিক্ষুরা নিজের মত করে ব্যাখ্যা করে গেছে, তা আপনি খুজে বেড়িয়েছেন কখনো?
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



