
যুদ্ধের কারণে ৮০ হাজার ফিলিস্তিনী চাকুরীচ্যুত হওয়ায়, শ্রমিক সংকটে পড়েছে দেশটি।এ জন্য ভারতের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লাইন ধরে ব্যবহারিক পরীক্ষায় পাস করার জন্য।তাহলে ভাগ্যের চাকা ঘুরবে নির্মাণ শ্রমিকের কাজটা পেলে। বিভিন্নজনের সাথে কথা বলে জানা গেছে,তারা হাল ছেড়ে দেবার পাত্র নয়; ব্যাচেলর কমপ্লিট,বিভিন্ন এটা সেটা কোর্স আছে,মোদী সরকারের চাকুরীর জন্য গড়ে ২/৩ বছর নষ্ট হয়েছে, চাকুরী হয়নি।তাই এখন ইহুদী দেশে যেতে চায়।
প্রতিবেদনে দেখা গেছে, ১৫ শতাংশের বেশি স্নাতক এবং ২৫ বছরের কম বয়সী ৪২ শতাংশ স্নাতকদের জন্য মহামারির পর দেশে কোনো চাকরি ছিল না।
বেকারত্বে বাংলাদেশের কি খবর? বাঙালী চাইলেও তো ইসরাইল কাজে যেতে পারবে না,ধর্মীয় বাধা আছে, যুদ্ধে মৃত্যুভয় আছে। পরিচিত কয়েকজন মিডলইস্টে আছে, জীবন নিয়ে শান্তির মুখ দেখা হয়নি আজও। পূর্ব ইউরোপে টাকা খরচ করে গিয়েছে কয়েকজন, মানিয়ে নিতে চাচ্ছে। চোরাই পথে বিদেশ গিয়ে ফেরত এসেছে বা বিদেশ পৌছে হতাশায় আত্নহত্যা করেছে। সবাই দেশ ছাড়তে চায়, সর্বাত্নক চেষ্টা তদবীর চলছে। হোক স্টুডেন্ট, জব,টুরিস্ট ভিসা।
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


